ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রেলওয়েকে বিধ্বস্ত করল ওয়ারী প্রিমিয়ার হকি লীগ

মেরিনারের কাছে মোহামেডানের হার

প্রকাশিত: ০৬:৫৮, ১৬ জুন ২০১৬

মেরিনারের কাছে মোহামেডানের হার

স্পোর্টস রিপোর্টার ॥ ‘গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার বিভাগ হকি লীগ- বুধবার দুটি খেলা অনুষ্ঠিত হয়। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত অপর ম্যাচটিতে গোলের নহর বয়ে গিয়েছিল। এতে ওয়ারী ক্লাব ১৩-১ গোলে বিধ্বস্ত করে রেলওয়ে স্পোর্টিং ক্লাবকে। মোহামেডানের আফসোসÑ তারা ম্যাচের প্রথম গোল করেও হেরে যায়! খেলার সপ্তম মিনিটে নিজেদের প্রথম পেনাল্টি কর্নারেই (পিসি) গোল পায় সাদা-কালো শিবির। পাকিস্তানী ফরোয়ার্ড তাসভার আব্বাস গোল করে এগিয়ে দেন মোহামেডানকে। ২৫ মিনিটে মেরিনারের পাকিস্তানী খেলোয়াড় ওয়াকার শরীফ গোল করলে প্রথমে ওমানী আম্পয়ার গোল ঘোষণা করতে চাননি। পরে ভিডিও রেফারেলের পর গোল পায় মেরিনার। প্রথমার্ধের শেষদিকে মোহামেডান অধিনায়ক রাসেল মাহমুদ জিমি আম্পায়ারের সঙ্গে বাগ্বিত-ায় লিপ্ত হলে তাকে সবুজ কার্ড দেখান আম্পায়ার। জিমি এর প্রতিবাদ করলে ১২ মিনিট খেলা বন্ধ থাকে। ৪৯ মিনিটে পাল্টা আক্রমণে এগিয়ে যায় মেরিনার। নিজ অর্ধ থেকে একাই বল নিয়ে এগিয়ে যান মঈনুল ইসলাম কৌশিক, মোহামেডান বক্সের ওপর থেকে তিনি বল পাস দেন ওয়াকাস শরীফকে, তিনি আয়েশি ভঙ্গিতে বল ঠেলে দেন পোস্টে। ৬৯ মিনিটে আরশাদ হোসেন আরকেটি গোল করলে জয় নিশ্চিত হয় মেরিনারের। নিজেদের দশম ম্যাচে এটা তাদের অষ্টম জয়। পয়েন্ট ২৫। অবস্থান তৃতীয়। টপকে গেল সমান ম্যাচে প্রথম হারের স্বাদ পাওয়া মোহামেডানকে (২৩ পয়েন্ট)। ওয়ারী-রেলওয়ে ম্যাচে প্রথমার্ধে ৭-০ গোলে এগিয়ে ছিল ওয়ারী। দলটির হয়ে একাই ৫ গোল করেন শিহাব। এছাড়া তিন গোল করেন ইমরান। জোড়া গোল করেন মুসা মিয়া। এছাড়া ১টি করে গোল করেন কৃষ্ণ, শিমুল ও ইরফান আলী খান। রেলওয়ের সোহাগ গাজী একমাত্র গোলটি করেন। নিজেদের দশম ম্যাচে এটা ওয়ারীর তৃতীয় জয়। ১১ পয়েন্ট নিয়ে তারা আছে সপ্তম স্থানে।
×