ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পিকের গোলে শুভসূচনা শিরোপাধারী স্পেনের

প্রকাশিত: ০৬:০৩, ১৪ জুন ২০১৬

পিকের গোলে শুভসূচনা শিরোপাধারী স্পেনের

স্পোর্টস রিপোর্টার ॥ হ্যাটট্রিক শিরোপার মিশনে শুভসূচনা করেছে স্পেন। ইউরো চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে গত দুইবারের চ্যাম্পিয়নরা। ফ্রান্সের টুলুজের স্টেডিয়াম মিউনিসিপালে ‘ডি’ গ্রুপের ম্যাচে ডিফেন্ডার জেরার্ড পিকের গোলে স্পেন ১-০ ব্যবধানে পরাজিত করে চেক প্রজাতন্ত্রকে। বাংলাদেশ সময় সোমবার রাতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমজমাট হয়ে ওঠে খেলা। প্রথমার্ধে কোন দলই লক্ষ্যভেদ করতে পারেনি। বিরতির পরও দু’দলের ফরোয়ার্ডদের ব্যর্থতায় ম্যাচ গোলশূন্যভাবে শেষ হওয়ার পথে এগুচ্ছিল। কিন্তু ম্যাচের শেষদিকে এসে ফরোয়ার্ডদের ব্যর্থতা পুষিয়ে দেন পিকে। ৮৭ মিনিটে দৃষ্টিনন্দন হেডে গোল করে স্পেনকে স্বস্তির জয় পাইয়ে দেন বার্সিলোনার এই তারকা। এই জয়ে চেকদের বিপক্ষে সবশেষ খেলা পাঁচ ম্যাচেই অপরাজিত থাকল স্পেন। আগের দুইবার যার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন, সেই ক্যাসিয়াসের জায়গা হয় সাইডবেঞ্চে। ম্যাচে স্পেনের নেতৃত্ব দেন ডিফেন্ডার সার্জিও রামোস। এই ম্যাচে স্পেনের হয়ে শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন মিডফিল্ডার ডেভিড সিলভা। ২০১২ সালে একমাত্র ও প্রথম দেশ হিসেবে ইউরো শিরোপা ধরে রাখার অসাধারণ কৃতিত্ব দেখায় স্পেন। ২০১০ বিশ্বকাপও জিতেছিল তারা। অর্থাৎ টানা তিনটি শিরোপা জয়ের বিরল রেকর্ড গড়ে ইকার ক্যাসিয়াসের দল। ইউরোর মুকুট এখনও তাদের দখলে। টানা দুই আসরে শিরোপা জয় করা স্প্যানিশদের সামনে এবার ফ্রান্সে হ্যাটট্রিক শিরোপার হাতছানি। এ লক্ষ্যে শুরুটা ভালই হলো বস্ক বাহিনীর।
×