ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ট্যাক্স আইন পরিবর্তন চায় ঢাকা ট্যাক্সেস বার

প্রকাশিত: ০৫:২৩, ১৪ জুন ২০১৬

ট্যাক্স আইন পরিবর্তন চায়  ঢাকা ট্যাক্সেস বার

অর্থনৈতিক রিপার্টার ॥ সরকারের পক্ষে উচ্চাভিলাষী বাজেট বাস্তবায়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ঢাকা ট্যাক্সেস বার এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আব্বাস উদ্দিন। সোমবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয় বাজেট পরবর্তী অর্থ আইন ২০১৬-১৭ এর ওপর সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা ট্যাক্সেস বার এ্যাসোসিয়েশন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক সরদার আকিল আহম্মেদ ফারুকী। সভাপতির বক্তব্যে আব্বাস উদ্দিন বলেন, গত ২ জুন অষ্টমবারের মতো ২০১৬-১৭ অর্থবছরের বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। অর্থমন্ত্রী নিজেই বলেছেন এই বাজেট উচ্চাভিলাষী। তাই আমরাও বলছি এই বাজেট বাস্তবায়ন সরকারের পক্ষে সম্ভব নয়। তিনি আরও বলেন, বাজেট উচ্চাভিলাষী হলেও সরকার যদি কর বান্ধব পরিবেশ সৃষ্টি করতে পারে তবে লক্ষ্যমাত্রা অর্জন না করতে পারলেও গত অর্থবছরের চেয়ে বেশি রাজস্ব আহরণ করতে পারবে। এদিকে সরকার ২০১৬-১৭ বাজেটে ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেছেন। এবার আয়ের লক্ষ্যমাত্রা ২ ল?াখ ৪২ হাজার ৭৫২ কোটি টাকার মধ্যে আয়কর খাতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭৩ হাজার ৩শ’ কোটি টাকা। এই রাজস্ব আয়ের সিংহভাগ আদায়ে আমরা আয়কর আইনজীবীরা সহযোগিতা করে থাকি। আব্বাস উদ্দিন বিভিন্ন সুপারিশ রেখে বলেন, দেশের অর্থ তথা বাজেটকে বাস্তবায়ন করতে হলে বিভিন্ন ট্যাক্স আইন পরিবর্তন ও সংশোধন করতে হবে। কেননা এবারের বাজেট অনেকটাই জনগণ নির্ভর। তাই জনগণের কাছ হতে বাজেট নিতে হলে বাজেট আইন শিথিল করতে হবে। তিনি বলেন, নতুন কোম্পানিকে অপ্রদর্শিত আয় দ্বারা শিল্প-কারখানা স্থাপনে ?এবং সহজ শর্তে ট্যাক্স হলিডে প্রদান করলে বিনিয়োগকারীগণ বিনিয়োগে উৎসাহিত হবেন। হাঁস-মুরগি, পশু পালন, দুগ্ধ খামার, বনায়ন, শর্ত সাপেক্ষে ব্যক্তি মালিকানাধীন হাসপাতাল এবং সমবায় সমিতির আয়কে সম্পূর্ণরূপে করমুক্ত করতে হবে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ঢাকা ট্যাক্সেস বার এ্যাসোসিয়েশনের বর্তমান কার্যনির্বাহী কমিটির সহসভাপতি আব্দুল হামিদ, কোষাধ্যক্ষ জাফরুল হাসান, সহসাধারণ সম্পাদক জহুরুল ইসলাম প্রমুখ।
×