ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফিরেই হ্যাটট্রিক করলেন এলএম টেন, আবারও ইনজুরিতে ডি মারিয়া, চিলির বিতর্কিত জয়

‘মেসির ম্যাজিক’- শেষ আটে আর্জেন্টিনা

প্রকাশিত: ০৬:৫৬, ১২ জুন ২০১৬

‘মেসির ম্যাজিক’- শেষ আটে আর্জেন্টিনা

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে চোট কাটিয়ে দলে ফিরলেন লিওনেল মেসি। ফিরেই নিজের জাত চেনালেন এলএম টেন। কোপা আমেরিকায় পানামার বিপক্ষে দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে বদলি খেলোয়াড় হিসেবে মেসিকে মাঠে নামান জেরার্ডো মার্টিনো। আর তার ১৯ মিনিটের ঝড়েই ল-ভ- হয়ে যায় পানামা। দুর্দান্ত এক হ্যাটট্রিক গড়ে বার্সিলোনার আর্জেন্টাইন সুপারস্টার জানিয়ে দিলেন আসলেই তিনি যে দলের কতটুকু গুরুত্বপূর্ণ! এদিন মেসির অসাধারণ নৈপুণ্যেই ৫-০ গোলের বড় জয় পায় আর্জেন্টিনা। সেইসঙ্গে এক ম্যাচ আগেই কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের টিকেট নিশ্চিত করে জেরার্ডো মার্টিনোর দল। মেসি ছাড়া বাকি দুটি গোল করেন ম্যানচেস্টার সিটিরই দুই তারকা সার্জিও এ্যাগুয়েরো আর নিকোলাস ওটামেন্ডি। পিঠের ইনজুরির কারণে টুর্নামেন্টের প্রথম ম্যাচে বিশ্রামে ছিলেন আর্জেন্টাইন ফুটবলের ক্ষুদে জাদুকর মেসি। ফিট হয়ে দলে ফিরলেও পানামার বিপক্ষে ম্যাচে জেরার্ডো মার্টিনোর বিবেচনায় মূল একাদশে আসতে পারেননি। কিন্তু ৬১ মিনিটে অগাস্তো ফার্নান্দেজের বদলি হিসেবে মাঠে নেমেই নিজেকে প্রমাণে ব্যস্ত ছিলেন মেসি। ঐ সময় আর্জেন্টিনা ১-০ গোলে এগিয়ে ছিল। ৬৮ মিনিটে কার্যত মেসির কাছেই পানামার পরাজয়ের শুরু। গঞ্জালো হিগুয়েইনের শট পানামার এক ডিফেন্ডারের গায়ে লেগে মেসির কাছে আসলে তার থেকে দলকে প্রথম গোল উপহার দেন কাতালান তারকা। ৭৮ মিনিটে অসাধারণ এক কার্লিং ফ্রি-কিকে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। পানামা তখন নিশ্চিত পরাজয় মেনে নিয়েই কোনরকমে ম্যাচকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। ৮৭ মিনিটে পেনাল্টি এরিয়ার খুব কাছে থেকে মেসি হ্যাটট্রিক পূরণ করলে পানামার বড় পরাজয় নিশ্চিত হয়। শেষ মিনিটে সার্জিও এ্যাগুয়েরো দলের পক্ষে পঞ্চম গোল করেন। যে গোলেরও মূল কারিগর ছিলেন মেসি। দারুণ এক পাসে এ্যাগুয়েরোকে গোল করতে সহায়তা করেন তিনি। এর আগে সাত মিনিটে এ্যাগুয়েরোরই ম্যানচেস্টার সিটির সতীর্থ নিকোলাস ওটামেন্ডির গোলে প্রথমে এগিয়ে যায় আর্জেন্টিনা। ডি মারিয়ার ফ্রি-কিক থেকে গোলবারের খুব কাছে থেকে হেডের সাহায্যে দলকে এগিয়ে দিয়েছিলেন ওটামেন্ডি। কিছুটা দেরিতে হলেও মাঠে প্রবেশ করার পরে শিকাগোর সোলজার ফিল্ডের সমর্থকরা চিৎকার করে মেসিকে স্বাগত জানাতে ভুল করেননি। চোট কাটিয়ে ম্যাচে ফিরে দারুণ রোমাঞ্চিত এলএম টেন। এ প্রসঙ্গে তিনি বলেন, আবারও মাঠে নামতে পেরে আমি দারুণ খুশী। সত্যিকার অর্থেই আজ রাতে খেলতে চেয়েছিলাম। ফলাফল ও গোল নিয়ে আমি দারুণ সন্তুষ্ট। বড় পরাজয়ে বিধ্বস্ত পানামার কোচ হার্নান ডারিও গোমেজও মেসির প্রশংসাই পঞ্চমুখ। অভিজ্ঞ এই কলম্বিয়ান বলেছেন, মেসি আসলেই একটি দৈত্য। সে আসার আগে ম্যাচটি মোটামুটি একটি পর্যায়ে ছিল। কিন্তু মেসির বিপক্ষে একটি ভুল করা মানে তার মাশুল সঙ্গে সঙ্গে গুনতে হবে। এই জয়ে গ্রুপ-ডি থেকে শেষ আট নিশ্চিত করল আর্জেন্টিনা। টুর্নামেন্টের অন্যতম ফেবারিটটা এর আগে প্রথম ম্যাচে চিলিকে ২-১ গোলে পরাজিত করেছিল। শেষ ম্যাচে আর্জেন্টিনা এখন পর্যন্ত কোন পয়েন্ট না পাওয়া বলিভিলয়ার মুখোমুখি হবে। তবে পানামার বিপক্ষে ম্যাচের দুঃসংবাদ হলো, ডি মারিয়ার ইনজুরি। যে কারণে দ্বিতীয়ার্ধে আর খেলতে পারেননি প্রথম ম্যাচের নায়ক। এর মাধ্যমে বড় টুর্র্নামেন্টে প্যারিস সেইন্ট-জার্মেইর এই উইঙ্গারের ইনজুরির তালিকাটা আরও দীর্ঘ হলো। এর আগে ২০১৪ সালের বিশ্বকাপে ইনজুরিতে পড়ে ফাইনালে খেলা হয়নি তার। গত বছর চিলিতে অনুষ্ঠিত কোপা আমেরিকাতেও ইনজুরিতে পড়েছিলেন ডি মারিয়া। গতবারের কোপ আমেরিকার চ্যাম্পিয়ন দল চিলির কাছে এবারের আসরে হারলো বলিভিয়া। কোপা আমেরিকায় শনিবার আর্তুরো ভিদালের জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় পেয়েছে চিলি। শনিবার দিনের অন্য ম্যাচে বিতর্কিত পেনাল্টিতে জয় পেয়েছে চিলি। টানা ছয় ম্যাচ হারের পর এমনিতেই নাজেহাল বলিভিয়া। কিন্তু কোপার বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষেই যেন জ্বলে উঠে তারা। বোস্টনের জিলেট স্টেডিয়ামের প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোন দলই। কিন্তু দ্বিতীয়ার্ধের প্রথম মিনিট তথা ৪৬ মিনিটে গোল করে চিলিকে এগিয়ে দেন আর্তুরো ভিদাল। গোল শোধ করতেও বেশি সময় নেয়নি বলিভিয়া। ৬১ মিনিটে ঝাসমানি ক্যাম্পোজ বাম পায়ে দারুণ এক শটে চিলির জাল কাঁপান। পরবর্তীতে ম্যাচ এগোচ্ছিলো অতিরিক্ত সময়ের দিকেই। কিন্তু ইনজুরি সময়ের নবম মিনিটে বিতর্কিতভাবে চিলির পক্ষে পেনাল্টি দেন রেফারি। ডি বক্সের ভেতর হাতে বল লাগানোর অপরাধে পেনাল্টি দিলে সহজেই গোল করে চিলির নাটকীয় জয় নিশ্চিত করেন ভিদাল।
×