ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

উইম্বল্ডনেও নেই নাদাল

প্রকাশিত: ০৪:৩৫, ১১ জুন ২০১৬

উইম্বল্ডনেও নেই  নাদাল

স্পোর্টস রিপোর্টার ॥ চোটের কারণে ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডের আগেই সরে দাঁড়িয়েছিলেন রাফায়েল নাদাল। কব্জির সেই চোট থেকে এখনও পুরোপুরি ফিট হতে পারেননি স্পেনের এই টেনিস তারকা। যে কারণে এবার উইম্বল্ডন থেকেও নাম প্রত্যাহার করে নিলেন তিনি। বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে, বছরের তৃতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর খবর নিশ্চিত করেছেন নাদাল। এ প্রসঙ্গে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা বলেন, ‘ডাক্তারদের সঙ্গে আলোচনা করে কঠিন একটা ঘোষণা দিতে হচ্ছে আমাকে। এ বছরের উইম্বল্ডনে খেলা হচ্ছে না আমার। আপনারা সকলেই হয় তো উপলব্ধি করতে পারছেন, সিদ্ধান্তটা আসলেই খুব কঠিন। তবে সেরে উঠতে আমার আরও সময় দরকার।’ সুদীর্ঘ ক্যারিয়ারে ১৪ গ্র্যান্ডসøাম জিতেছেন নাদাল। এই সময়ের মধ্যেই অসাধারণ পারফর্ম করে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। রোঁলা গ্যাঁরোয় নয়বারের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি। অস্ট্রেলিয়ান ওপেনে একবার এবং দুইবার করে উইম্বল্ডন ও ইউএস ওপেনের শিরোপা জিতেছেন। তবে টেনিস কোর্টে ঔজ্জ্বল্য ছড়ানো ক্যারিয়ারে চোট ছিল তার নিত্য সঙ্গী। অবিশ্বাস্য হলেও সত্য, এই ইনজুরির কারণে শুধু গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট থেকেই নয়বার তার নাম প্রত্যাহার করে নিয়েছেন নাদাল! ২০০৩ সালে কনুইর ইনজুরির কারণে ফ্রেঞ্চ ওপেন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন তিনি। পরের বছর গোড়ালির চোট তাকে খেলতে দেয়নি ফ্রেঞ্চ এবং উইম্বল্ডনে। ২০০৬ সালে অস্ট্রেলিয়ান ওপেনে তার বড় বাধা হয়ে দাঁড়ায় পায়ের চোট। ২০০৯ সালে উইম্বল্ডন খেলতে পারেননি হাঁটুর ইনজুরির কারণে। একই চোটের কারণে ২০১২ সালের ইউএস ওপেন থেকেও নিজেকে সরিয়ে নেন নাদাল। পরের বছরের অস্ট্রেলিয়ান ওপেনে নাদালের প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় ভাইরাস। তাছাড়া ২০১৪ ইউএস ওপেনের পর এবার উইম্বল্ডনেও কব্জির চোট নাম প্রত্যাহার করে নিতে বাধ্য করেছে রাফায়েল নাদালকে।
×