ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সর্বোচ্চ ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ের বিদায়

প্রকাশিত: ০৪:৩৪, ১১ জুন ২০১৬

সর্বোচ্চ ১৫ বারের চ্যাম্পিয়ন  উরুগুয়ের বিদায়

স্পোর্টস রিপোর্টার ॥ কোপা আমেরিকার ইতিহাসে সেরা সাফল্যের দেশ উরুগুয়ে। ১৯১৬ সালে টুর্নামেন্টটির যাত্রা শুরুর পর তারাই সবচেয়ে বেশি ১৫ বার চ্যাম্পিয়ন হয়েছে। অথচ সেই উরুগুয়েই এবার ১০০ বছর পূর্তি আসরের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে! তাও আবার টানা দুই ম্যাচ হেরে। ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মেক্সিকোর কাছে ৩-১ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না অস্কার তাবারেজের দলের। কিন্তু বাংলাদেশ সময় শুক্রবার ভোরে অনুষ্ঠিত ম্যাচে ভেনিজুয়েলার কাছে ১-০ গোলে হার মানে উরুগুয়ে। ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচে ভেনিজুয়েলার হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন সলোমন রনডন। এর ফলে রনডন টানা তিন কোপায় গোল করার বিরল কীর্তি গড়েছেন। এর আগে নিজেদের প্রথম ম্যাচে জ্যামাইকাকেও একই ব্যবধানে হারিয়েছিল ভেনিজুয়েলা। ফলে টানা দুই জয়ে কোয়াটার ফাইনালে উঠে গেছে তারা। ‘সি’ গ্রুপ থেকে টানা দুই জয়ে সেরা আট নিশ্চিত হয়েছে মেক্সিকোরও। জ্যাভিয়ের হার্নান্দেজ ও অরিবে পেরাল্টার গোলে মেক্সিকো ২-০ গোলে হারিয়েছে জ্যামাইকাকে। ফলে এই গ্রুপে শেষ দুই ম্যাচের আর কোন গুরুত্বপূর্ণ থাকল না, শুধু গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ হওয়ার বিষয়টি ছাড়া। ১০০ বছর আগে ১৯১৬ সালে প্রথমবারের মতো আয়োজিত কোপা আমেরিকার শিরোপা জিতেছিল উরুগুয়ে। কোপা আমেরিকার বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ সংস্করণেও শিরোপার অন্যতম দাবিদার ছিল ১৫ বারের শিরোপাজয়ীরা। কিন্তু শিরোপা জয় তো দূরের কথা, গ্রুপ পর্বের বাধাই পেরোতে পারল না কোপা আমেরিকার সফলতম এই দল। একরাশ হতাশা নিয়েই এবার যুক্তরাষ্ট্র থেকে মিশন শেষ করতে হয়েছে দলটিকে। অথচ এই উরুগুয়েই বর্তমানে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে শীর্ষে অবস্থান করছে। অনেকেই মনে করছেন, এই ফলাফল বিশ্বকাপ বাছাইয়েও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ঘাতক ইনজুরির কারণে মাঠে নামতে পারেননি উরুগুয়ের সেরা তারকা লুইস সুয়ারেজ। প্রথম ম্যাচেও তিনি ছিলেন না। টানা দুই ম্যাচে তাকে ছাড়া খেলতে গিয়ে রীতিমতো নাস্তানাবুদ হতে হলো উরুগুয়েকে। শুধু তাই নয়, টুর্নামেন্ট থেকেই ছিটকে পরতে হলো তাদের। দুটি ম্যাচেই সুয়ারেজের অভাব হাড়ে হাড়ে টের পেয়েছে উরুগুয়েনরা। ম্যাচের ৩৬ মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। ডাগআউটে বসে হতাশ হয়েই দলের হার দেখতে হয়েছে ইউরোপিয়ান ফুটবলের এবারের মৌসুমের সর্বোচ্চ গোলদাতা সুয়ারেজকে। দ্বিতীয়ার্ধে মাঠে নামার জন্য ছটফট করতেও দেখা গেছে এ সময়ের অন্যতম সেরা এই স্ট্রাইকারকে। কিন্তু পুরোপুরি ফিট নন, এ যুক্তিতে সুয়ারেজকে মাঠে নামাননি উরুগুয়ের কোচ অস্কার তাবারেজ। ম্যাচে উরুগুয়ের পক্ষে গোল করে খেলায় সমতা ফেরানোর বেশ কয়েকটি সুযোগ পেয়েছিলেন এডিনসন কাভানি। কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছেন ফরাসী ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনের এই ফরোয়ার্ড। খেলার একেবারে শেষ মুহূর্তে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল ভেনিজুয়েলাও। কিন্তু ফাঁকায় বল পেয়েও জালে জড়াতে পারেননি ভেনিজুয়েলার মিডফিল্ডার রোমুলো ওটেরো। ম্যাচ শেষে স্বাভাবিকভাবেই হতাশ উরুগুয়ের কোচ অস্কার তাবারেজ। ব্যর্থতা মেনে নিয়ে তিনি বলেন, এই ব্যর্থতার কোন অজুহাত নেই। আমরা পারিনি। শুরু থেকেই আমাদের বেশ কিছু ঘাটতি ছিল। সেটা কাটিয়ে উঠতে পারিনি। তবে কোপায় ব্যর্থ হলেও বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের অবস্থান ধরে রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন তাবারেজ। অন্যদিকে উচ্ছ্বাসে ভাসছেন ভেনিজুয়েলার কোচ রাফায়েল ডুডামেল। তার উচ্ছ্বাস প্রকাশ করাটাও অযৌক্তিক নয়। ২০০৬ সালের পর এই প্রথমবার তার দল উরুগুয়েকে বধ করেছে। শুধু তাই না, নয়বারের প্রচেষ্টায় কোপায় উরুগুয়েকে হারিয়েছে ভেনিজুয়েলা। ডুডামেল বলেন, অসাধারণ খেলেছে দল। আমরা ভাল কিছু আশা করেছিলাম। প্রাথমকি লক্ষ্য পূরণ হয়েছে। আশা করছি আরও ভাল করতে পারব।
×