ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মনিপুরী নৃত্যের কর্মশালা শুরু করছেন ওয়ার্দা

প্রকাশিত: ০৭:২৭, ৯ জুন ২০১৬

মনিপুরী নৃত্যের কর্মশালা শুরু করছেন ওয়ার্দা

ওয়ার্দা রিহাব বাংলাদেশের নৃত্য অঙ্গনের জনপ্রিয় এক নাম। মনিপুরী নৃত্যের জন্য দেশে-বিদেশে খ্যাতি অর্জন করেছেন গুণী এই শিল্পী। সম্প্রতি তিনি ঘুরে এসেছেন আমেরিকা এবং থাইল্যান্ড। সেখানে বিভিন্ন অনুষ্ঠানে মঞ্চ মাতিয়েছেন তিনি। সে প্রসঙ্গে তার সঙ্গে কথা বলেছেন আনন্দকণ্ঠের- ইসরাত রাহা ষ যুক্তরাষ্ট্রে বসন্ত উৎসব কেমন কাটল- ওয়াশিংটন ডিসি প্রতিবছর বেশ বড় পরিসরে বসন্ত উৎসবের আয়োজন করে থাকে সহানীয় কলকাতার বসন্ত উৎসব কমিটি। দারুণ কেটেছে। আমি ও আমার দলের দুই সদস্য নিয়ে আমেরিকার স্বনামধন্য নৃত্যদল ‘ধ্রুপদ’ এর নৃত্যশিল্পীদের সহায়তায় ‘নৃত্যনাট্য’ ও ‘পূর্ণপ্রাণ’ পরিবেশন করি যা খুবই প্রশংসিত হয়েছে। ষ অনুষ্ঠানে ভারতীয় শিল্পী কারা ছিলেন- মূলত এই অনুষ্ঠানে দুই বাংলার স্বনামখ্যাত শিল্পীরা অংশগ্রহণ করে থাকেন। এ বছর কলকাতার জয়তী চক্রবর্তী, অনুপম রায়সহ আরও কয়েকজন ছিলেন। বাংলাদেশ থেকে আমি ও সঙ্গীতশিল্পী অদিতি মহসিন অংশগ্রহণ করি। ষ সেই উৎসবে কি আপনি কেবল মনিপুরি নৃত্য পরিবেশন করেছিলেন। ‘নৃত্যনাট্য’ ও ‘পূর্ণপ্রাণ’ মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষা ও বসন্তের গান নিয়ে সাজানো হয়েছে। এতে শাস্ত্রীয় মনিপুরী নৃত্য ও সৃজনশীল নৃত্যধারার সংমিশ্রণ করেছি। ষ আপনার দল নিয়ে কিছু বলুন। শুনলাম দল নিয়ে ব্যাংকক গিয়েছেন। আমার নৃত্যদল ‘ধৃতি নর্তনালয়’ দীর্ঘদিন ধরে শাস্ত্রীয় মনিপুরী নৃত্য ও সৃজনশীল নৃত্যের চর্চায় নিমগ্ন। বর্তমানে দলের সদস্যরা দেশে বিদেশে নৃত্য পরিবেশন করে সুনাম অর্জন করেছে। জাতীয় পর্যায়ে স্বর্ণপদক অর্জন করেছে এদের অনেকেই। শুদ্ধ নৃত্য চর্চার মাধ্যমে দেশীয় সংস্কৃতিকে সারা বিশ্বে তুলে ধরা আমাদের ‘ধৃতি নর্তনালয়’ এর মূলমন্ত্র। সম্প্রতি ঘুরে এলাম ১৫ সদস্যের দল নিয়ে ব্যংকক থেকে। এটি ছিল- ঞৎধফব অহফ ওহাবংঃসবহঃ ঊীঢ়ড় ২০১৬... যৌথভাবে আয়োজন করেছিল বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমী। এটি একটি চমৎকার কাজ ছিল। আমরা ‘ঞৎধফব যরংঃড়ৎু ড়ভ ইধহমষধফবংয’ নামক একটি নৃত্যালেখ্য পরিবেশন করি। এতে ইঁফফযরংঃ চবৎরড়ফ থেকে বর্তমানকাল অবধি বাংলাদেশের বাণিজ্যিক বিবর্তন, প্রচার, প্রসারের কাহিনী নৃত্যের মাধ্যমে তুলে ধরেছি। যা দর্শকদের মনোগ্রাহী হয়েছে। সেই সঙ্গে দেশের ঐতিহ্যকে আন্তর্জাতিকভাবে তুলে ধরতে পেরে আমি নিজেও গর্বিত। ষ আগামী দিনগুলোতে কি পরিকল্পনা বর্তমানে ঈদের কিছু কাজ নিয়ে ব্যস্ত। আর এই মাস থেকেই দেশের বেশকিছু বিভাগে শাস্ত্রীয় মনিপুরী নৃত্যের কর্মশালা পরিচালনা করব।
×