ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মানহানি মামলায় জিতলেন আর্জেন্টাইন অধিনায়ক

কোপায় খেলতে মরিয়া মেসি

প্রকাশিত: ০৭:০৯, ৯ জুন ২০১৬

কোপায় খেলতে মরিয়া মেসি

স্পোর্টস রিপোর্টার ॥ আর্জেন্টিনার হয়ে প্রথম ম্যাচ খেলতে পারেননি লিওনেল মেসি। এ কারণে শনিবার পানামার বিপক্ষে পরের ম্যাচ খেলতে মরিয়া আর্জেন্টাইন অধিনায়ক। তাই তো জোর অনুশীলন করছেন বার্সিলোনা তারকা। আর্জেন্টিনা কোচ জেরার্ডো মার্টিনো জানিয়েছেন, পানামার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে ফিট হয়ে মাঠে ফিরতে পারবেন নিয়মিত অধিনায়ক মেসি। ২৮ বছর বয়সী মেসি নিজেকে মাঠে ফেরাতে বেশ পরিশ্রম করে যাচ্ছেন। এদিকে মানহানির এক মামলায় জিতেছেন মেসি। ২০১৪ বিশ্বকাপে হারের পর অনেকেই আর্জেন্টিনা তারকার সমালোচনা করেছেন। কিন্তু মাদ্রিদের একটি পত্রিকা মেসিকে নিয়ে অবমাননাকর লেখা প্রকাশ করায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। মানহানি মামলা ঠুকে দিয়েছিলেন প্রতিবেদক ও পত্রিকার বিরুদ্ধে। অবশেষে সেই মামলায় জিতেছেন বার্সা তারকা। আর ক্ষতিপূরণ হিসেবে পাওয়া প্রায় ৬৫ হাজার ইউরো একটি দাতব্য প্রতিষ্ঠানে দান করে দিয়েছেন। ব্রাজিল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে জার্মানির কাছে হেরেছিল মেসির আর্জেন্টিনা। এরপর আলফোনসো উসিয়া নামের এক সাংবাদিক মাদ্রিদভিত্তিক পত্রিকা লা রাজোনে একটি কলাম প্রকাশ করেন। তাতে মেসির তীব্র সমালোচনা করা হয়। ছোট সময় মেসিকে চিকিৎসার জন্য যে হরমোন দেয়া হয় সেই প্রসঙ্গ তুলে তাকে ‘নানদ্রোলোনো’ (এক ধরনের ওষুধ, যা সাধারণত খেলায় পারফর্মেন্স বাড়ানোর জন্য ব্যবহার করা হয়) বলা হয়। ১৩ বছর বয়সে মেসি তার জন্মভূমি রোজারিও ছেড়ে বার্সিলোনায় যোগ দিয়েছিলেন। তার হরমোন চিকিৎসায় তাকে প্রতিমাসে ৯০০ ডলার পরিশোধ করেছিল কাতালান ক্লাবটি। এই হরমোন গ্রহণে কোন নিয়মের লঙ্ঘন হয়নি। ২৮ বছর বয়সী এই ফুটবলার কখনও ডোপিং পরীক্ষায় অনুত্তীর্ণ হননি। প্রোটিয়াদের সম্মতি দিবারাত্রির টেস্টে স্পোর্টস রিপোর্টার ॥ অস্ট্রেলিয়া সফরে দিবারাত্রির টেস্ট খেলতে রাজি হয়েছে প্রোটিয়ারা। আপত্তিটা ছিল তাদেরই। দক্ষিণ আফ্রিকান ক্রিকেটাররা গোলাপি বলে দিবারাত্রির টেস্ট খেলতে রাজি হচ্ছিল না। কিন্তু সেই দক্ষিণ আফ্রিকা ক্রিকেট কর্তৃপক্ষই (সিএসএ) খবরটা নিশ্চিত করেছে। বুধবার তারা জানিয়েছে, আগামী নবেম্বরে অস্ট্রেলিয়া সফরে এ্যাডিলেডে তারা স্বাগতিকদের বিপক্ষে দিবারাত্রির টেস্টটি খেলবে। সিএসএর প্রধান নির্বাহী হারুন লরগাত বলেন, ‘আমাদের সব টেস্ট খেলোয়াড়ের মতামত নেয়া হয়েছে। ক্রিকেটে ডে-নাইট টেস্ট খেলার প্রয়োজনীয়তাও বিবেচনা করা হয়েছে। সবকিছু সতর্কভাবে দেখার পর খুশি মনে ঘোষণা করছি যে আমরা ক্রিকেট অস্ট্রেলিয়ার সূচীর সঙ্গে একমত।’ অক্টোবরের মাঝামাঝিতে অস্ট্রেলিয়া সফরে যাবে দক্ষিণ আফ্রিকা দল। এ্যাডিলেডে তারা গোলাপি বলে একটি ওয়ার্মআপ ম্যাচ খেলে সফর শুরু করবে। দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স বলেছেন, ‘খেলোয়াড় হিসেবে আমরা দিবারাত্রির টেস্ট খেলার বিষয়ে ইতিবাচক ও আত্মবিশ্বাসী।’ গত বছর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড প্রথম কোন দিবারিত্রের টেস্ট ম্যাচ খেলে। ইতিহাসের প্রথম সেই কৃত্রিম আলোর টেস্ট ম্যাচ হয়েছিল অস্ট্রেলিয়ার মাটিতেই। চার বছর পর মাহরুফ স্পোর্টস রিপোর্টার ॥ ৪ বছর ৩ মাস পর শ্রীলঙ্কা জাতীয় দলে ফিরলেন পারভেজ মাহরুফ। ২০১২ সালের মার্চে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন তিনি। বয়সও ৩২Ñএর কাছাকাছি। মিডিয়াম পেস করেন, সঙ্গে লোয়ার অর্ডারে ব্যাটিং। লঙ্কান নির্বাচকরা মনে করেন, মাহরুফ অচল হয়ে যাননি। আয়ারল্যান্ড ও ইংল্যান্ডে ওয়ানডে খেলার জন্য তাই দলে ডাকা হয়েছে এই অল রাউন্ডারকে। শ্রীলঙ্কা দল এখন ইংল্যান্ডেই। ৩ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুটিতে বাজেভাবে হেরেছে এ্যাঞ্জেলো ম্যাথুস বাহিনী। লর্ডসে আজ থেকে শুরু হচ্ছে তাদের ‘হোয়াইটওয়াশ’ এড়ানোর লড়াই। ওয়ানডে সিরিজেও অবস্থাটা যাতে এমন বাজে না হয় তাই সতর্ক নির্বাচকরা। মারুফের সঙ্গে ওয়ানডে দলে যোগ দেবেন আরও চারজন। তারা হলেন- অলরাউন্ডার দানুস্কা গুনাতিলকে, লেগ স্পিনার সেকু¹ে প্রসন্ন, অফ স্পিনার সুরাজ রনদীভ ও ব্যাটসম্যান উপুল থারাঙ্গা। তবে টেস্ট শেষে কারা দেশে ফিরবেন বোর্ডের (এসএলসি) পক্ষ থেকে সেটি জানানো হয়নি। শ্রীলঙ্কা ১৬ ও ১৮ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে। এরপর ২১ জুন ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু। অভিজ্ঞ স্পিনার রঙ্গনা হেরাথ এপ্রিলে ওয়ানডে থেকে অবসর নিয়েছেন। দুই ফাস্ট বোলার ধাম্মিকা প্রসাদ ও দুশমান্ত চামিরা ইনজুরিতে। ওয়ানডেতে তাই মাহরুফের ভূমিকা হবে গুরুত্বপূর্ণ। অভিজ্ঞ মাহরুফ সম্প্রতি ঘরোয়া লিস্ট ‘এ’ প্রতিযোগিতার শ্রীলঙ্কার সেরা উইকেটশিকারি।
×