ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সবার আগে শেষ আটে দুরন্ত কলম্বিয়া

প্রকাশিত: ০৭:০৫, ৯ জুন ২০১৬

সবার আগে শেষ আটে দুরন্ত কলম্বিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম দল হিসেবে শতবর্ষী কোপা আমেরিকা ফুটবলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কলম্বিয়া। টানা দ্বিতীয় জয়ে ‘এ’ গ্রুপ থেকে সেরা আটের ছাড়পত্র পেয়েছে শিরোপাস্বপ্ন নিয়ে মিশনে আসা জোশে প্যাকারম্যানের দল। বাংলাদেশ সময় বুধবার সকালে ক্যালিফোর্নিয়ার প্যাসাডেনার রোজ বোল স্টেডিয়ামে প্যারাগুয়েকে ২-১ গোলে পরাজিত করে কলম্বিয়া। দলের জয়ে গোল করেন এসি মিলান তারকা কার্লোস বাক্কা ও রিয়াল মাদ্রিদ সুপারস্টার জেমস রড্রিগুয়েজ। এর আগে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ২-০ গোলে হারিয়েছিল কলম্বিয়া। গ্রুপের আরেক ম্যাচে কোস্টারিকাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে খেলার স্বপ্ন উজ্জ্বল করেছে যুক্তরাষ্ট্র। এই ম্যাচে এক গোল করে যুক্তরাষ্ট্রের হয়ে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন স্ট্রাইকার ক্লিন্ট ডেম্পসে। দলটির জার্মান কোচ জার্গেন ক্লিন্সম্যানও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ২০০১ সালে সবশেষ কোপা আমেরিকায় শিরোপা জিতেছে কলম্বিয়া। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে চমক দেখানো দলটি এবারও শিরোপা স্বপ্ন বুনছে। এ লক্ষ্যে এখন পর্যন্ত কক্ষপথেই আছে দলটি। দলটির আর্জেন্টাইন কোচ প্যাকারম্যান বলেন, টানা দুই ম্যাচ জেতা সহজ না। ছেলেরা সেটা করে দেখিয়েছে। আশাকরি যে লক্ষ্য (শিরোপা) নিয়ে এসেছি সেখানে পৌঁছতে পারব। ম্যাচের প্রথমার্ধেই কলম্বিয়া এগিয়ে যায় ২-০ গোলে। ১২ মিনিটে কর্নার থেকে আসা বলে হেড করে প্রথম গোলটি করেন কার্লোস বাক্কা। ৩০ মিনিটে ম্যাচের দ্বিতীয় গোলটি করেছেন ব্রজিল বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ী রডিগুয়েজ। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে একটি গোল পরিশোধ করার মোক্ষম সুযোগ পেয়েছিল প্যারাগুয়ে। কিন্তু ফরোয়ার্ড ডারিও লেজানোর শট দারুণ দক্ষতায় রুখে দেন কলম্বিয়ার গোলরক্ষক ডেভিড অসপিনা। বিরতির পর গোলশোধের জন্য মরিয়া হয়ে মাঠে নামেন প্যারাগুয়ের খেলোয়াড়রা। শেষ ৪৫ মিনিটের বেশিরভাগ সময়ই কলম্বিয়ার রক্ষণভাগকে তটস্থ করে রাখেন তারা। ৬২ মিনিটে প্যারাগুয়ে সহজ সুযোগও পায়। কিন্তু এবারও তাদের হতাশ করেন কলম্বিয়ান গোলরক্ষক অসপিনা। ৭১ মিনিটে অবশ্য আর হতাশ হতে হয়নি প্যারাগুয়েকে। গোলপোস্টের অনেকদূর থেকে জোরালো শটে কলম্বিয়ার জালে বল জড়ান ভিক্টর আয়ালা। ম্যাচের শেষ ২০ মিনিটে আরেকটি গোল করার সর্বাত্মক চেষ্টা চালিয়েও ম্যাচে ফিরতে পারেনি প্যারাগুয়ে। উল্টো ৮১ মিনিটে তারা পরিণত হয় ১০ জনের দলে। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মিডফিল্ডার অস্কার রোমেরো। ৮৩ মিনিটে গোল ব্যবধান বাড়িয়ে নেয়ার সুযোগ আসে কলম্বিয়ার সামনে। কিন্তু এডউইন কারডোনার শট ফিরে আসে গোলপোস্টে লেগে। ব্যবধান বাড়াতে না পারলেও শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে কলম্বিয়া। আরেক ম্যাচে তারকা স্ট্রাইকার ক্লিন্ট ডেম্পসের ৫০তম গোলে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। কোস্টারিকার বিরুদ্ধে ম্যাচের ৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ডেম্পসে। বিরতির আগে জার্মেইন জোনস ও ববি উড আরও দুই গোল করলে যুক্তরাষ্ট্রের জয় সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। ম্যাচ শেষের তিন মিনিট আগে বদলি খেলোয়াড় গ্রাহাম জুসি চতুর্থ গোল করলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা। এই জয়ে যুক্তরাষ্ট্র কোচ জার্গেন ক্লিন্সম্যানের মধ্যে স্বস্তি নেমে এসেছে। গত ১৮ মাস ধরে দলের ধারাবাহিক ব্যর্থতায় ক্লিন্সম্যানের চাকরিই হুমকির মুখে পড়েছে। এই ম্যাচের ঠিক আগে যুক্তরাষ্ট্র সকার ফেডারেশনের প্রধান সুনীল গুলাটি পর্যন্ত ক্লিন্সম্যানের ভবিষ্যত নিয়ে প্রশ্ন তুলেছিলেন। যদিও ক্লিন্সম্যান তাতে মোটেও বিচলিত ছিলেন না। কলম্বিয়ার কাছে হারা ম্যাচের একাদশ নিয়েই তিনি দল সাজান। ফুটবলাররা দুর্দান্ত খেলে কোচের আস্থার প্রতিদানও দিয়েছেন। ম্যাচশেষে ক্লিন্সম্যান বলেন, আমি মনে করি সব মিলিয়ে ফুটবলাররা দুর্দান্ত পারফর্মেন্স দেখিয়েছে। এর মাধ্যমে নিজেদের মধ্যে সমঝোতাও প্রমাণিত হয়েছে। ছেলেদের পারফর্মেন্স প্রশংসার দাবিদার। টুর্নামেন্টে প্রথম তিন পয়েন্টের জন্য আমরা মুখিয়ে ছিলাম। সেটা হওয়ায় আমরা খুশি।
×