ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আজ দুপুরে জানাজা, শুক্রবার দাফন, নিউইয়র্কে আলীর নামে রাস্তা

কিংবদন্তির বিদায়ের সব প্রস্তুতি সম্পন্ন

প্রকাশিত: ০৭:০২, ৯ জুন ২০১৬

কিংবদন্তির বিদায়ের সব প্রস্তুতি সম্পন্ন

স্পোর্টস রিপোর্টার ॥ গত সপ্তাহেই পৃথিবীর মায়া ছেড়ে ওপারে চলে যান সর্বকালের সেরা মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী। পার্কিনসন্স রোগের বিরুদ্ধে প্রায় এক দশক লড়াইয়ের পর ৭৪ বছর বয়সে জীবনের কাছে হার মানেন তিনি। আজ বৃহস্পতিবার দুপুরে আলীর জানাজা হবে লুইসভিলের ফ্রিডম হলে। কিংবদন্তির জানাজায় অংশ নেয়ার সুযোগ পাবেন ১৮ হাজার মানুষ। এখানেই নিজের প্রথম পেশাদারি লড়াইয়ে নেমেছিলেন আলী। লাখ লাখ মানুষের শ্রদ্ধা-ভালবাসায় নিজের জন্মস্থানেই শুক্রবার সমাহিত হবেন দুনিয়া কাঁপানো মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী একজন খাঁটি মুসলিম। সে মতেই শেষকৃত্য করা হবে কিংবদন্তি এই ক্রীড়াবিদের। শেষকৃত্যের অনুষ্ঠানে অভ্যাগতদের স্বাগত জানাতে প্রস্তুত কিংবদন্তির জন্মস্থান কেন্টাকির লুইসভিল। উপস্থিত জনসাধারণে উদ্দেশে বক্তব্য রাখবেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। কথা বলার সুযোগ পাবেন বিশ্ববিখ্যাত কমেডিয়ান বিলি ক্রিস্টাল এবং ক্রীড়া সাংবাদিক ব্রায়ান্ট গাম্বেল। মোহাম্মদ আলী-উইল স্মিথ ২০০১ সালে কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর জীবন নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন পরিচালক মাইকেল মান। সেখানে আলীর চরিত্রে অভিনয় করেছিলেন হলিউড অভিনেতা উইল স্মিথ। সেই ছবিতে অনবদ্য অভিনয় করে তিনি অস্কারের মনোনয়নও পেয়েছিলেন। সিনেমার আলী এবার বাস্তবের আলীর মৃতদেহ বহন করে নিয়ে যাবেন তার কেন্টাকির লুইসভিলের গ্রামে। উইল স্মিথের সঙ্গে সাবেক মুষ্টিযোদ্ধা লেনক্স লুইসও আলীর কফিন বহন করবেন বলে জানা গেছে। সেখানেই মোহাম্মদ আলীকে চিরশয্যায় শায়িত করা হবে। এই লুইসভিলেই ১৯৪২ সালে জš§গ্রহণ করেছিলেন আলী। গত শুক্রবার শেষ রাতের দিকে এ্যারিজোনার ফোনিক্স এরিনা হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনবারের বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন, দ্য গ্রেটেস্ট এ্যাথলেট অন দ্য আর্থ মোহাম্মদ আলী। আলীর শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন সারাবিশ্বের সব ধর্ম-বর্ণের মানুষ। তার পারিবারিক মুখপাত্র বব গানেল বলেছেন, তিনি ছিলেন সারাবিশ্বেরই নাগরিক। সুতরাং, তাকে শেষ বিদায় জানানোর জন্য সারাবিশ্বের যে কোন দেশের, যে কোন ধর্মের, যে কোন বর্ণের মানুষ উপস্থিত হতে পারবেন। শেষকৃত্যের মূল অনুষ্ঠান শুরু হবে শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টায়, কেএফসি ইয়াম সেন্টারে। যেখানে প্রায় ২০ হাজার মানুষ একত্রে বসতে পারে। মোহাম্মদ আলীর পরিবার জানিয়েছে, সব আনুষ্ঠানিকতা সারার পর ধর্মীয় অনুশাসন মেনে একজন ইমামের নেতৃত্বে অনুষ্ঠিত হবে জানাজা। বব গানেল বলেন, ‘মোহাম্মদ আলী হলেন গণমানুষের চ্যাম্পিয়ন। এ কারণে তার বিদায় পর্বতেও সেটি ফুটে উঠবে। সবধরনের মানুষ, সবধর্মের এবং বর্ণের মানুষ এখানে একত্রিত হতে পারবে। শেষকৃত্যের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে কেএফসি ইয়াম সেন্টারের ওয়েবসাইট। তবে সদ্য প্রয়াত মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর শেষ কৃত্যানুষ্ঠানে যাবেন না মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামা। সেদিন তারা মেয়ে মালিয়ার স্নাতক হওয়ার অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। তবে অনুষ্ঠানে বিশ্বের অনেক নেতাই যোগ দিচ্ছেন। যাদের মধ্যে রয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তায়পি এরদোগান এবং জর্ডানের বাদশাহ আবদুল্লাহ এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনও। বারাক ওবামা ওই অনুষ্ঠানে যোগ দিতে না পারলেও তার একটি চিঠি নিয়ে হোয়াইট হাউসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা অংশ নেবেন। আলী পরিবারের মুখপাত্র বব গানেল জানিয়েছেন, ওবামা এবং মুহাম্মদ আলীর স্ত্রী লোনি টেলিফোনে কথা বলেছেন। মোহাম্মদ আলীর মৃত্যুর পর বারাক ওবামা বলেছেন, ‘মোহাম্মদ আলীকে মানুষ শুধু তার বাকপটুতা বা রিংয়ে লড়াইয়ের জন্যই মনে রাখবে না, তাকে মনে রাখবে কারণ তিনি সবসময় ন্যায়ের জন্য লড়াই করেছেন। তিনি আমাদের জন্য লড়াই করেছেন।’
×