ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

প্রিজমের তরুণ সাংবাদিকতা

প্রকাশিত: ০৬:৫৯, ৭ জুন ২০১৬

প্রিজমের তরুণ সাংবাদিকতা

রিপন ও ইয়ামিন দুজন উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের ছাত্র। পড়ছে পিসি কলেজে। লেখাপড়ার বাইরে সামাজিক সাংস্কৃতিক কাজে দুজনার খুব আগ্রহ। একটা সামাজিক সংগঠনের সঙ্গেও তারা জড়িত। মাসখানেক আগে সুমন নামে একজনের সঙ্গে তাদের পরিচয় হয়। সুমন অবশ্য ২য় বর্ষের ছাত্র। একদিন কথা প্রসঙ্গে রিপন ও ইয়ামিন সুমনকে ওদের সংগঠনে আসতে বলে। উত্তরে সুমন বলে আসব। রিপন সুমনকে প্রশ্ন করে, ক্লাস শেষ হওয়ার আগে তুমি কোথায় যাও? একদিনও ক্লাস শেষে তোমায় দেখি না, তুমি তো আমাদের ওইদিকেই থাক। সুমন বলে, আমার নিজের একটা কাজ থাকে। তাই সবদিন সব ক্লাস করা হয় না। সুমনের উত্তর না না আমি কোন সংগঠনের সঙ্গে নেই। আসলে, আমি আমাদের চারপাশের ছোট ছোট ঘটনা ডিভিও করে রিপোর্ট তৈরি করি। যে ঘটনাগুলো পত্রিকা টেলিভিশনের চোখে পড়ে না। আমার রিপোর্টে থাকে ওইসব ঘটনা । যেমন, এই দেখ আমাদের খুব চেনা এই ভৈররেব আজকের যে অবস্থা। মাত্র ৩০ বছর আগেও কি এমন ছিল? আমি এবং তুমি দেখিনি কিন্তু, নদীর গল্প তো শুনেছি। গল্পে নদীর যে রূপ ছিল আর আজকের রূপ ভাব তো একবার। রিপন বলে হ্যাঁ তা ঠিক তবে নদী নিয়ে এখন কি করছো? তেমন কিছুই না। হাড়িখালী পাড় হয়ে গোপালকাঠি খেয়াঘাটের ওই দিকে নদীটার চেহারা দেখছো? রিপন উত্তর দেয় অনেক দিন আগে দেখেছি। শহরের তুলনায় ওখানকার নদী অনেক সরু ও চতলা (অগভীর)। সুমন বলে, ‘নদী তো অনেক আগেই শেষ! এক ধরনের মেডিসিন নদীর চড়ে দিয়ে সব মাছগুলো অচেতন করে ধরে ফেলা হচ্ছে। যার কারণে ছোট-বড় সব মাছ ধরা পড়ছে আবার মারাও পড়ছে। এ রকম চলতে থাকলে কি হবে, একবার ভাব তো। দুদিন গিয়েছি ভাল চিত্রধারণ করতে কিন্তু পারিনি, কাল আবার যাব।’ সুমন ‘প্রিজম’ এর একজন স্বেচ্ছাসেবী সদস্য। প্রিজম জাতিসংঘের শিশু উন্নয়ন সংস্থা ইউনিসেফ এবং অনলাইন নিউজ সংস্থা ইউঘবংি২৪.পড়স এর সহযোগী প্রতিষ্ঠান। সমাজের সব অসঙ্গতি নিয়ে কাজ করছে। দেশের দূরবর্তী অঞ্চল যেখানে সচরাচর পত্রিকার রিপোর্টার বা নিউজচ্যানেলর ক্যামেরা পৌঁছায় না। ওইসব দূরবর্তী জনপদের অসঙ্গতির চিত্রধারণ করে রিপোর্ট তৈরি করতে, প্রিজম বাংলাদেশের তরুণদের নিয়ে কাজ করছে। ভবিষ্যতে নিজেদের সাংবাদিকতার পেশায় যুক্ত করতে তরুণরা স্বেচ্ছায় প্রিজমের সঙ্গে কাজ করছে। বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি মি. এডুয়ার্ড বিজবিডার বলেন, যে দেশের ৪০% মানুষ যুবক বা ১৮ বছরের নিচে। সে দেশের এই বৃহৎ জনগোষ্ঠীর উদ্যমকে কাজে লাগিয়ে সামাজিক সমস্যা সমাধানে তাদের এমন উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে। প্রিজমের প্রজেক্ট ডিরেক্টর এ এম সাকিল ফাইজুল্লহ বলেন, যুব সাংবাদিকদের রিপোর্টিংয়ের পরিসর পরিবেশ, সংস্কৃত, সন্ত্রাস,এবং উন্নয়নকে কেন্দ্র করে। প্রিজম বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ সংস্থা। মি. ফাইজুল্লহ বলেন, ‘আমরা রিপোর্টের চাকচিক্য উপস্থাপন দেখতে দেখতে ক্লান্ত। এখন আমরা আমাদের তরুণদের নির্মিত প্রাথমিক রিপোর্ট দেখব। এর আলাদা সৌন্দর্য আছে।’ যদিও বাংলাদেশে ধর্মীয় মৌলবাদীরা সাংবাদিকদের কণ্ঠরোধ করতে বিভিন্ন সময় আক্রমণ করে আসছে। তাই তাদের নিরাপত্তা একটা আলোচ্য বিষয়। ইউঘবংি২৪.পড়স এর সম্পাদক মি. খালেদী বলেন, ‘এটা সত্য যে, সাংবাদিকতা আমাদের দেশে খুব একটা মর্যাদার পেশা নয়। তবে এখনকার ছেলে-মেয়েরা এক্ষেত্রে আমাদের জন্য ভাল কাজ করছে। দায়িত্বসম্পন্ন ব্যক্তিদের দিয়ে তাদের পেশাগত প্রশিক্ষণ দেয়া হচ্ছে।’ মি. ফাইজুল্লাহ আরও বলেন, ছেলে-মেয়েদের লেখাপড়ার কোন ক্ষতি না করে পাঠ্যপুস্তক বহির্ভূত কার্যক্রমের অংশ হিসেবে তাদের এ স্বেচ্ছায় রিপোর্টিংয়ের জন্য তিন মাসের একটা চিত্রগ্রহণের প্রশিক্ষণ প্রদান করা হয়। ইউনিসেফের অর্থায়নে ১ বছরের জন্য ৫০ হাজার ঁং ডলার ভিডিও চিত্র গ্রহণের জন্য বরাদ্দ করা হয়েছে। পরীক্ষামূলকভাবে দেশের ৭টি জেলায় ১৫ জন স্বেচ্ছাসেবী নিয়ে এ ৫ প্রজেক্ট চালু করে। ইউঘবংি২৪.পড়স এর অনলাইন চিলড্রেন নিউজ সার্ভিস হ্যালো, ইউনিসেফের উদ্যোগে সাফল্য পাওয়া যাচ্ছে। যা বাণিজ্যিক বিনিয়োগের ক্ষেত্রে নিজেদের উদ্যোগী করছে। এএম ফাইজুল্লাহ বলেন, সাংবাদিকতার মূল ধারায় অন্তর্ভুক্ত করতে আমাদের এই আত্মপক্ষ সমর্থন। তিনি আরও বলেন, ‘খুব অল্প সময়ের মধ্যে প্রিজম তার কাজে কর্পোরেট স্পন্সরশিপ অর্জন করতে পারবে।’
×