ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আমেরিকান ডেইরির বিশ্ব দুগ্ধ দিবস পালিত

প্রকাশিত: ০৭:১০, ৫ জুন ২০১৬

আমেরিকান ডেইরির বিশ্ব দুগ্ধ দিবস পালিত

সম্প্রতি সারাবিশ্বের ন্যায় ‘বিশ্ব দুগ্ধ দিবস- ২০১৬’ উদযাপনের লক্ষ্যে বাংলাদেশেও সরকারীভাবে বিভিন্ন পর্যায়ে যথাযথ মর্যাদায় দেশব্যাপী দিবসটি পালিত হয়। দুগ্ধ দিবসের গুরুত্ব অনুধাবন ও জনসচেতনামূলক কর্মকা-ের অংশ হিসেবে আমেরিকান ডেইরি লিমিটেড (এডিএল) তার নিজস্ব ব্যবস্থাপনায় দিবসটি উদযাপনের আয়োজন করে। জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি ও দুধের গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে শ্রীপুর উপজেলা শহরে সকালে একটি র‌্যালির আয়োজন করে। র‌্যালিটি উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণ থেকে যাত্রা শুরু করে উপজেলা শহরের বিভিন্ন উল্লেখযোগ্য রাস্তা প্রদক্ষিণ করত থানা মোড় হয়ে পুনরায় উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। স্থানীয় প্রশাসনের বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এডিএলের সকল কর্মকর্তা ও কর্মচারীসহ শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার লোকজন স্বতঃস্ফূর্তভাবে র‌্যালিতে অংশগ্রহণ করেন। -বিজ্ঞপ্তি রমজানে কম দামে ভোগ্যপণ্য বিক্রি করবে চট্টগ্রাম চেম্বার চট্টগ্রামে রমজান উপলক্ষে চাল, চিনিসহ ভোগ্যপণ্য কম দামে বিক্রি শুরু করেছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স। আগ্রাবাদের চেম্বার হাউসের সামনে চেম্বার সভাপতি মাহবুবুল আলম শনিবার সকালে বিক্রয় কেন্দ্র উদ্বোধন করেন। আগামী ২৭ রমজান পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভর্তুকি মূল্যে রমজানের ভোগ্যপণ্য ক্রয় করতে পারবেন ক্রেতারা। তবে এক্ষেত্রে একটি নির্দিষ্ট মাত্রা রয়েছে। চেম্বার সূত্রে জানা গেছে, প্রতিবছরের ন্যায় এ বছরও চট্টগ্রাম চেম্বার অব কমার্স রমজান উপলক্ষে হতদরিদ্র ও নিম্নআয়ের শ্রেণী-পেশার মানুষের চাহিদা মেটাতে এ ভোগ্যপণ্য বিক্রয় কেন্দ্র খুলেছে। একজন ক্রেতা ১ কেজি চিনি, ৫ কেজি চাল কেনার সুযোগ পাবেন। তবে কয়েক দিনের মধ্যে ভোগ্যপণ্যের আরও আইটেম যুক্ত হওয়ার কথা রয়েছে। আগামী ১ রমজান থেকে ২৭ রমজান পর্যন্ত এ বিক্রয় কার্যক্রমে সকল শ্রেণী ও পেশার ভোক্তারা প্রয়োজন অনুযায়ী এবং নির্দিষ্টমাত্রায় পণ্য ক্রয় করতে পারবেন। -স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস
×