ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

‘ফুকুওকা পুরস্কার’ পেলেন এ আর রহমান

প্রকাশিত: ০৬:২৯, ৪ জুন ২০১৬

‘ফুকুওকা পুরস্কার’ পেলেন এ আর রহমান

সংস্কৃতি ডেস্ক ॥ বিস্ময়কর প্রতিভার অধিকারী উপমহাদেশের অন্যতম সঙ্গীতশিল্পী ও পরিচালক এ আর রহমান। প্রতিভা গুণে এরই মধ্যে অনেক পুরস্কার ও সম্মাননা নিজের ঝুলিতে ভরেছেন। ‘সøামডগ মিলিয়েনার’ চলচ্চিত্রের জন্য পেয়েছেন দুটি অস্কার। এবার জাপানের ‘দ্য ফুকুওকা’ প্রাইজটি ইওকাটোপিয়া ফাউন্ডেশন’ কর্তৃক ফুকুওকা পুরস্কার ২০১৬ পেলেন তিনি। এশিয়ায় সংস্কৃতিতে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করে সংস্থাটি। সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, গানের মাধ্যমে এশিয়ার সংস্কৃতিতে অবদান রাখার জন্য তাকে এই পুরস্কার প্রদান করে থাকে ‘দ্য ফুকুওকা’ প্রাইজটি ইওকাটোপিয়া ফাউন্ডেশন’। তিনটি বিভাগে এই পুরস্কার দেয়া হয় গ্রান্ড প্রাইজ, একাডেমিক প্রাইজ এবং আর্টস এ্যান্ড কালচার প্রাইজ।
×