ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নতুন গবেষণা

প্রকাশিত: ০৭:১০, ৩ জুন ২০১৬

নতুন গবেষণা

ক্যামেরাযুক্ত ফ্রিজ বাড়ি ফেরার পথেই বাজারটা সেরে ফেলতে চাই আমরা। কিন্তু ঘরের ফ্রিজে কী কী খাবার আছে ঠিকঠাক মনে না থাকলে অনেক সময় একই জিনিস কিনে পরে আফসোস করতে হয়। ক্রেতাদের এ সমস্যা সমাধান দেবে ব্রিটেনের সুপারমার্কেট চেইন সেইন্সব্যারি। ফ্রিজটিতে থাকা ক্যামেরা কাজে লাগিয়ে ব্যবহারকারীরা যেখানেই থাকুন না কেন ফ্রিজের ভেতরকার ছবি দেখার সুযোগ পাবেন। জার্মানির প্রযুক্তি প্রতিষ্ঠান ‘বশ’-এর সহায়তায় পরীক্ষামূলকভাবে ক্যামেরাযুক্ত ফ্রিজ তৈরি করেছে তারা। ফেসবুক ড্রোন ড্রোনে ধারণ করা ভিডিও বিশ্বের যে কোন প্রান্ত থেকেই সরাসরি দেখা যাবে ফেসবুকে। কোন বাড়তি যন্ত্রাংশেরও দরকার হবে না। তবে সব ড্রোনেই তা সম্ভব নয়। শুধু ডিজেইনের তৈরি ড্রোনে এ সুযোগ মিলবে। ড্রোনে থাকা ক্যামেরাই ভিডিওগুলো সরাসরি ‘ফেসবুক লাইভ’-এ প্রচার করবে। নিরাপদে বস্তু উদ্ধারে রোবট রোবটের জন্যও সরু জায়গায় আটকা পড়া বস্তু উদ্ধার জটিল। আর তাই এবার রোবটের হাতেও ক্যামেরা বসিয়েছে গবেষকরা। ক্যামেরাটি হাতের আশপাশের ত্রিমাত্রিক মডেল তৈরির পাশাপাশি হাতের অবস্থানের তথ্যও জানাবে। এ কাজটি সম্পন্ন করেছেন যুক্তরাষ্ট্রের কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের রোবটিকস ইনস্টিটিউটের একদল গবেষক। দূর থেকেই নিরাপদে কোন বস্তু উদ্ধার করা যাবে এ রোবটের মাধ্যমে।
×