ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে ২০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে আবিষ্কার

প্রকাশিত: ০৪:০৭, ১ জুন ২০১৬

বাংলাদেশে ২০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে আবিষ্কার

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিশ্বের অন্যতম শীর্ষ বিনিয়োগকারী প্রতিষ্ঠান আবিষ্কার বাংলাদেশে যাত্রা শুরু করেছে। বাংলাদেশে ক্লাউডওয়েল লিমিটেডের সঙ্গে যৌথভাবে ২০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি। পেওয়েল নামে পরিচিত বাংলাদেশী প্রতিষ্ঠান ক্লাউডওয়েল, টেলিকম অপারেটর ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানে এজেন্টভিত্তিক পেমেন্ট সেবা দিয়ে থাকে। আর দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিনিয়োগে বিশেষভাবে নজর দিয়ে থাকে আবিষ্কার ফ্রন্টিয়ার ফান্ড (এএফএফ)। আবিষ্কার ফ্রন্টিয়ার ফান্ড শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইন্দোনেশিয়া এবং বাংলাদেশের বাজারে বিনিয়োগ করে থাকে। এএফএফের পক্ষ থেকে এটি তৃতীয় বিনিয়োগ। ২০১২ সালের নবেম্বরে প্রতিষ্ঠিত পেওয়েল বিটুসি (বিজনেস টু কাস্টমার) প্রতিষ্ঠানের মাধ্যমে ইউটিলিটি, টেলিকম, ফিন্যান্সিয়াল সার্ভিস, ট্রান্সপোর্ট, রিটেইল এবং ই-কমার্স এর মতো পেমেন্ট সলিউশন দিয়ে থাকে। কোম্পানির তথ্যমতে, দেশের ৩৪ জেলায় ৫ হাজারের বেশি রিটেইলার রয়েছে তাদের। মুন্সীগঞ্জের পদ্মা তীরে উন্মুক্ত বাজেট স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সদর উপজেলার শিলই ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সোমবার ঘোষণা করা হয়েছে। ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপিটির চেয়ারম্যান আবুল হাসেম লিটন ১ কোটি ১৫ লাখ ৫৬ হাজার ২শ’ টাকার বাজেট ঘোষণা করেন। বাজেটে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য ও স্যানিটেশন, শিক্ষা কর্মসূচী, বৃক্ষরোপণ, গভীর নলকূপ স্থাপন এবং অতি দরিদ্রদের প্রকল্প এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন ডিসট্রিক্ট ফ্যাসিলেটর মোবাস্বের হোসেন খন্দকার।
×