ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রমজানে পুঁজিবাজারে লেনদেনে সময় কমেছে

প্রকাশিত: ০৪:০৫, ১ জুন ২০১৬

রমজানে পুঁজিবাজারে লেনদেনে সময় কমেছে

পবিত্র রমজান মাস উপলক্ষে পুঁজিবাজারে লেনদেনের সময় আধাঘণ্টা কমেছে। অর্থাৎ রমজান মাসে পুঁজিবাজারে ৪ ঘণ্টার পরিবর্তে সাড়ে ৩ ঘণ্টা লেনদেন হবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্র জানায়, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সকাল সাড়ে ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত বিরতিহীনভাবে লেনদেন চলবে। রমজান মাস বাদে পুঁজিবাজারে লেনদেন চলে সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। রমজান মাস উপলক্ষে লেনদেনের এ সময় আধা ঘণ্টা কমানো হয়েছে। ওই সময় ডিএসইতে অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। রমজান মাস ও ঈদ-উল-ফিতরের ছুটির পর লেনদেন ও অফিস আগের সময়সূচীতে চলবে। -অর্থনৈতিক রিপোর্টার সামিট গ্রুপের দুই প্রতিষ্ঠান লভ্যাংশ পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সামিট গ্রুপের ২ কোম্পানি সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। কোম্পানি দুটি হচ্ছে- সামিট পাওয়ার ও সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি। সূত্র জানায়, বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে লভ্যাংশের টাকা পাঠিয়েছে কোম্পানি দুটি। আর যেসব বিনিয়োগকারীদের ব্যাংক হিসাব পাওয়া যায়নি, তাদের কোম্পানির রেজিস্ট্রার্ড অফিস থেকে আগামী ১ জুন থেকে ১৫ জুনের মধ্যে লভ্যাংশের টাকা সংগ্রহ করতে হবে। উল্লেখ্য, ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে সামিট পাওয়ার ১৮ শতাংশ লভ্যাংশ দিয়েছে বিনিয়োগকারীদের। আর সামিট পূর্বাঞ্চল ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×