ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আজ ওপেন ইনডোর আরচ্যারী শুরু

প্রকাশিত: ০৬:১৪, ৩১ মে ২০১৬

আজ ওপেন ইনডোর আরচ্যারী শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং তীরন্দাজ সংসদের সহায়তায় আজ মঙ্গলবার দিনব্যাপী (সকাল ৮টা-রাত ৮টা পর্যন্ত) ঢাকার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ‘ওপেন ইনডোর আরচ্যারী চ্যাম্পিয়নশিপে’র প্রথম আসর অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন সার্ভিসেস সংস্থা, প্রতিষ্ঠান ও ক্লাবের মোট ৮টি দল থেকে রিকার্ভ ও কম্পাউন্ড ডিভিশনে পুরুষ ও মহিলা সেকশনে ৮৭ আরচ্যার অংশগ্রহণ করবে। এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী দলগুলো হলো : ঢাকা আর্মি আরচ্যারী ক্লাব, এএসপিটিএস আরচ্যারী ক্লাব, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), বাংলাদেশ আনসার ও ভিডিপি, কোয়ান্টাম স্পোর্টিয়াম এবং তীরন্দাজ সংসদ। প্রতিযোগিতার উদ্বোধন করবেন ফরাসী দূতাবাসের রাষ্ট্রদূত সোফি এ্যাবার্ট। একইদিন রাত ৮টায় চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। সাবা বাস্কেটবল শুরু কাল স্পোর্টস রিপোর্টার ॥ ট্রিট ডেইরি ক্যান্ডি পাওয়ার্ড বাই ফ্রুটফিলের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামী বুধবার থেকে ‘ট্রিট ফিবা দক্ষিণ এশিয়া (সাবা) অঞ্চলের অনুর্ধ-১৮ (বালক) বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে’র বাছাইপর্ব ঢাকার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হবে। এতে স্বাগতিক বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশ ভারত, শ্রীলঙ্কা ও নেপাল অংশগ্রহণ করবে। খেলাগুলো লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, আগামী ১৫-২৪ জুলাই পর্যন্ত মূল প্রতিযোগিতা ইরানে অনুষ্ঠিত হবে। আসন্ন কোয়ালিফাইং রাউন্ডে যে দেশ বিজয়ী হবে সে দেশ মূল প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। বাংলাদেশের খেলাগুলো হলো : বুধবার সকাল ৮টায় ভারত, বিকেল ৪টায় নেপাল এবং বৃহস্পতিবার বিকেল ৪টায় শ্রীলঙ্কার বিরুদ্ধে। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস বুধবার প্রতিযোগিতার উদ্বোধন করবেন। এ উপলক্ষে বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের সম্মেলন কক্ষে সোমবার এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন প্রাণ কনফেকশনারী লিমিটেডের হেড অফ মার্কেটিং এ্যান্ড সেলস এ কে এম মঈনুল ইসলাম ও ব্র্যান্ড ম্যানেজার সাখাওয়াত আহামেদ এবং বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কমান্ডার এ কে সরকার (অব.), প্রাণ কনফেকশনারী লিমিটেডের কর্মকর্তা ও ফেডারেশনের অন্য সদস্য ও কর্মকর্তা।
×