ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এএফসি এশিয়ান কাপ বাছাই (প্লে অফ) এ্যাওয়ে ম্যাচ

ভাল ফলের প্রত্যাশায় আজ তাজিকিস্তান যাত্রা

প্রকাশিত: ০৬:৩৫, ২৯ মে ২০১৬

ভাল ফলের প্রত্যাশায় আজ তাজিকিস্তান যাত্রা

স্পোর্টস রিপোর্টার ॥ ‘এএফসি এশিয়ান কাপ ২০১৯ কোয়ালিফায়ার্সের (প্লে অফ-১)’ এ্যাওয়ে ম্যাচের খেলা তাজিকিস্তান জাতীয় ফুটবল দল বনাম বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মধ্যে আগামী ৭ জুন তাজিকিস্তানের দুশানবে অনুষ্ঠিত হবে। এই ম্যাচে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ জাতীয় ফুটবল দল আজ রবিবার সকাল সাড়ে ১১টায় বিমানযোগে তাজিকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। এ উপলক্ষে শনিবার বিকেলে বাফুফে ভবনের কনফারেন্স রুমে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যানেজার, প্রশিক্ষক, সহকারী প্রশিক্ষক ও অধিনায়কের উপস্থিতিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাফুফে সহ-সভাপতি ও বাফুফে ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ, দলের ম্যানেজার সত্যজিৎ দাস রুপু, প্রধান প্রশিক্ষক লোডভিক ডি ক্রুইফ, দলের ক্রীড়া সরঞ্জামাদি স্পন্সর প্রতিষ্ঠান লোটো’র জেনারেল ম্যানেজার, মার্সেন্ডাইজিং এ্যান্ড সিডিসি মিঃ এল.ডি. সনৎ পুষ্পকুমারা এবং জাতীয় দলের অধিনায়ক মামুনুল ইসলাম, দলের সহকারী প্রশিক্ষক একেএম সাইফুল বারী টিটু, স্পোর্টস স্পন্সর প্রতিষ্ঠান লোটোর ডেপুটি জেনারেল ম্যানেজার তন্ময় মিত্র এবং বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। সংবাদ সম্মেলনে কোচ ক্রুইফ জানান, ‘সবার চিন্তা-ভাবনায় হয়তো থাকবে তাজিকিস্তানের সঙ্গে আমাদের ৫-০ গোলের হারটা। তবে আমার মাথায় আমাদের ওই ১-১ গোলের ড্রটাই আছে। ছেলেদের মাথায়ও সেটিই দিয়েছি। ছেলেরা দেশের জন্য নিজেদের শতভাগ দিয়ে সম্মান বয়ে আনবে বলে আমার বিশ্বাস।’ গত ১১ মে থেকে অনুশীলন শুরু করে জাতীয় দল। ক্রুইফ এসে দলের সঙ্গে যোগ দেন ১৮ মে। এই দুই সপ্তাহে দু’বেলা করে অনুশীলন করেছেন মামুনুল-নাসিররা। তাজিকিস্তানকে মোকাবেলা করার আগে শুক্রবার শেখ রাসেলের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলে ক্রুইফ শিষ্যরা। ম্যাচটি গোলশূন্য ড্র হয়। ক্রুইফ আরও জানান, ‘যখন এসেছিলাম টিমে বেশ কিছু ঘাটতি ছিল। গত দুই সপ্তাহ কঠিন ট্রেনিং করিয়েছি। শেখ রাসেলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ নিয়ে আমি খুশি। ছেলেরা সবাই ভাল খেলেছে। তাজিকিস্তান কঠিন প্রতিপক্ষ। তাদের হোম গ্রাউন্ডে ভাল টেকনিক্যাল প্ল্যাান নিয়ে যাচ্ছি আমরা। তারা শৃঙ্খলাবদ্ধ এবং নিজেদের সেরাটা দিতে আগ্রহী। আমি প্রবল আগ্রহ নিয়ে অপেক্ষা করছি সেখানে তারা কি করে।’ জাতীয় দলের অধিনায়ক হিসেবে আবারও দলে ফিরেছেন মিডফিল্ডার মামুনুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা দুই বেলা করে হার্ড ট্রেনিং করেছি। রাসেলের বিপক্ষের ম্যাচটা ছিল আমরা তাজিকদের বিপক্ষে কিভাবে খেলব তারই একটা মহড়া। ওই ম্যাচে আমরা একটিও গোল রিসিভ করিনি। তবে গোলও করতে পারিনি। এটা খারাপ ছিল। তাজিকদের বিপক্ষে শেষ ম্যাচে ৫-০তে হেরেছিলাম। তবে এবার তাদের মাটিতে ভাল কিছু করে দেখাতে দলের সবাই মোটিভেটেড আছে।’ মামুনুল আরও যোগ করেন, ‘দুই সপ্তাহ আগেও আমার ফিটনেস আন্তর্জাতিক মানের ছিল না। এ কদিনে আমার ওজন কমিয়ে গতি বাড়িয়েছি। এখন আমি শতভাগ ফিট। শেষ ম্যাচ কেমন খেলেছি কোচ জানেন। আমাকে ৯০ মিনিটই মাঠে রাখা হয়েছে।’ দলের কোন অংশটা শক্তিশালী আর কোন অংশটা দুর্বল? ক্রুইফ জানান, ‘আমার কাছে দলের প্রত্যেকটা ছেলেই সমান। ২৩ জনের প্রত্যেকেরই সুযোগ আছে একাদশে স্থান পাবার। দলের অবস্থা সার্বিকভাবে ভাল।’ ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়েছেন ইয়ামিন মুন্না, আমিনুর রহমান সজীব এবং শাকিল আহমেদ। দলে নতুন মুখ দু’জন। সৈয়দ রাশেদ তূর্য এবং রুবেল মিয়া। রুবেল অবশ্য এর আগে এসএ গেমস এবং বঙ্গবন্ধু গোল্ডকাপে জাতীয় অনুর্ধ-২৩ দলে খেললেও সিনিয়র দলে এই প্রথম খেলবেন। বাংলাদেশ চূড়ান্ত দল ॥ রাসেল মাহমুদ লিটন, শহীদুল আলম সোহেল, আশরাফুল ইসলাম রানা, নাবিব নেওয়াজ জীবন, জামাল ভুঁইয়া, তপু বর্মণ, মাসুক মিয়া জনি, নাসিরুল ইসলাম, রেজাউল করিম, মোনায়েম খান রাজু, আরিফুল ইসলাম, ওয়ালী ফয়সাল, জুয়েল রানা, রুবেল মিয়া, ইমন মাহমুদ, শাহেদুল আলম শাহেদ, রায়হান হাসান, মামুনুল ইসলাম (অধিনায়ক), নাসিরউদ্দিন চৌধুরী, মামুন মিয়া, ফয়সাল মাহমুদ, সোহেল রানা ও সৈয়দ রাশেদ তূর্য।
×