ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

‘দুষ্টু হাওয়া’ যেমন হলো

প্রকাশিত: ০৩:৫৮, ২৮ মে ২০১৬

‘দুষ্টু হাওয়া’ যেমন হলো

স্টাফ রিপোর্টার ॥ তরুণ পরিচালক সুমন রেজা একাধিক নাটক টেলিফিল্ম নির্মাণ করে আলোচনায় এসেছেন। তরুণ এই নির্মাতা যে বেছে বেছে কাজ করেন তা বোঝা যায় তার কাজ দেখে। বিশেষ করে টিভি নাটকে যখন দর্শক খরা চলছে ঠিক সেই সময় তিনি তার সামর্থ্য অনুযায়ী দর্শকদের দেশীয় চ্যানেলে ফেরানোর চেষ্টা করছেন ভাল গল্পের নাটক নির্মাণের মাধ্যমে। এর আগে একাধিক নাটকে তিনি তার প্রমাণ দিয়েছেন। বিশেষ করে আরটিভিতে প্রচার হওয়া ‘দেব্বু’ নাটকটি তাকে পরিচিতি দিয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে একই চ্যানেলে প্রচার হলো খ- নাটক ‘দুষ্টু হাওয়া’। মোসাব্বের হোসেন মুইদের রচনা ও চিত্রনাট্যে নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া জাহান প্রভা, শ্যামল মওলা, জিদান সরকার, জহির আলভী, মুসকান খান, রিতু রহমান প্রমুখ। তবে ‘স্বল্পবিরতির নাটক’ প্রচারের সেøাগান যথার্থ মনে হয়নি। নাটক প্রচারের সময় বেশ সময় ধরে বিজ্ঞাপন প্রচার করা হয়েছে। এ বিষয়টি নিয়ে আরও সচেতনতা প্রয়োজন। নাটক দেখে মনে হয়েছে পরিচালক গল্পের উপস্থাপনে আগের তুলনায় কিছুটা যতœশীল হয়েছেন। তবে প্রত্যাশানুযায়ী হয়নি। যে কোন নাটক বা টেলিফিল্মের গল্পের গাঁথুনি নিঃসন্দেহে প্রধান বিষয়। সেই বিষয়ে পরিচালককে আরও সচেতন হতে হবে। অন্য শিল্পীদের মুখে আরও সংলাপ থাকলে নাটকটি আরও সমৃদ্ধ হতো। তবে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় নাটকের ম্যাসেজ স্পষ্ট হয়নি। তবে নাটকের অভিনয় শিল্পী মিষ্টিরূপী প্রভা বেশ ভালো অভিনয় করেছেন। সে জন্য তিনি ধন্যবাদ পেতেই পারেন। ছোটখাটো ভুলত্রুটি বাদ দিলে মোটের ওপর একটি ভাল প্রচেষ্টার জন্য পরিচালক সুমন রেজা প্রশংসা পেতেই পারেন। ভবিষ্যতে তিনি আরও ভাল ভাল প্রযোজনা উপহার দেবেন সেই প্রত্যাশা।
×