ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জ্বালানি তেলের দর ৫০ ডলার ছাড়িয়েছে

প্রকাশিত: ০৫:০৫, ২৭ মে ২০১৬

জ্বালানি তেলের দর ৫০ ডলার ছাড়িয়েছে

এ বছর এই প্রথম আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দর ব্যারেলপ্রতি ৫০ ডলার ছাড়িয়েছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, তেলের উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি বিশ্ববাজারে চাহিদা বেড়ে যাওয়ায় বাজারে এই প্রভাব পড়েছে। বিবিসি এক খবরে এ তথ্য জানিয়েছে। এর ফলে তেলের বাজার আবারও তার আগের অবস্থানে ফিরতে শুরু করেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এশিয়ান ট্রেডে বৃহস্পতিবার উন্নতমানের অপরিশোধিত ব্রেন্ট ক্রুড শ্রেণীর জ্বালানি তেল বিক্রি হয়েছে ব্যারেলপ্রতি ৫০.০৭ ডলার। প্রসঙ্গত, ২০১৪ সালের জুনে আন্তর্জাতিক বাজারে তেল বিক্রি হয় ১১৫ ডলারে। কিন্তু অতিরিক্ত সরবরাহের কারণে গত দেড় বছরে তা নেমে আসে ব্যারেলপ্রতি মাত্র ২৭ ডলারে; গত ১৩ বছরের ইতিহাসে যা সবচেয়ে কম। -অর্থনৈতিক রিপোর্টার ৪০ কর্মক্ষম শারীরিক প্রতিবন্ধী কাজ পেল পশমি সোয়েটার্সে দেশের চাকরি প্রত্যাশী কর্মক্ষম শারীরিক প্রতিবন্ধীদের সঙ্গে নিয়োগদাতা বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ সৃষ্টিতে এবং শারীরিকভাবে প্রতিবন্ধীদের কাজের সুযোগ তৈরির লক্ষ্যে সম্প্রতি রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে অনুষ্ঠিত দু’দিনব্যাপী জব ফেয়ারে অংশগ্রহণ করে পশমি সোয়েটার্স লিমিটেড। মেলা চলাকালীন সাক্ষাকারের মাধ্যমে ৪০ কর্মক্ষম শারীরিক প্রতিবন্ধী মেধাবী তরুণকে কর্মসংস্থানের সুযোগ করে দেয় প্রতিষ্ঠানটি। কাজের সুযোগের ক্ষেত্রে পশমি সোয়েটার্সে শারীরিক প্রতিবন্ধীদের জন্য বর্তমানে ৫ শতাংশ কোটা রয়েছে । এ বছর এ কোটা ১০ শতাংশে উন্নীত করতে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। উল্লেখ্য, জব ফেয়ারে ১৩টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে এবং ২০টি স্টল হয়। -অর্থনৈতিক রিপোর্টার
×