ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শুক্রবার শুরু ইংল্যান্ড-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট, চামিরার ইনজুরিতে বেকায়দায় লঙ্কানরা

স্টোকসের পরিবর্তে ক্রিস ওকস

প্রকাশিত: ০৬:৪৬, ২৬ মে ২০১৬

স্টোকসের পরিবর্তে ক্রিস ওকস

স্পোর্টস রিপোর্টার ॥ দু’দলই ইনজুরির কবলে। ইতোমধ্যে সিরিজ থেকে ছিটকে গেছেন ইংলিশ অলরাউন্ডার ক্রিস ওকস এবং সফরকারী লঙ্কান পেসার দুশমন্ত চামিরা। তবে শুক্রবার চেস্টার-লি-স্ট্রিটে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্ট সামনে রেখে অতিথি শ্রীলঙ্কাই বেশি চাপে থাকছে। প্রথম টেস্টে ইনিংস ও ৮৮ রানের বিশাল হারে তিন ম্যাচের ‘ইনভেস্টেক’ সিরিজে ১-০তে পিছিয়ে এ্যাঞ্জেলো ম্যাথুসের দল। সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে তাদের জিততেই হবে। ওদিকে স্টোকসের পরিবর্তে ৬ টেস্ট খেলা অলরাউন্ডার ক্রিস ওকসকে দলভুক্ত করছে ইংল্যান্ড ম্যানেজমেন্ট। ইনজুরিতে তরুণ পেসার রিস টপলি। হেডিংলির প্রথম টেস্টে বাঁ পায়ের হাঁটুর ইনজুরিতে পড়েন স্টোকস। শেষ পর্যন্ত দ্বিতীয় ম্যাচ থেকে ছিটকে যান তিনি। নিউজিল্যান্ডে জন্ম নেয়া ২৪ বছর বয়সী ইংলিশ ক্রিকেটারের অস্ত্রোপচার হয়েছে। ধারণা করা হচ্ছে জুলাইয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগ পর্যস্ত স্টোকসকে বিশ্রামেই থাকতে হবে। ওকসকে ডাকা হয়েছে তবে নতুন মুখ জেক বলেরও অভিষেকের সম্ভাবনা রয়েছে। আর টপলির বিষয়টি স্পষ্ট, যে ধরনের ইনজুরিতে সে আক্রান্ত (স্পাইনাল কর্ডে চিড়) তাতে মৌসুমের বেশিরভাগ সময়ই হয়ত তাকে বিশ্রামে থাকতে হবে। হ্যাম্পশায়ারের পেসার টপলি টি২০ বিশ্বকাপে ইংলিশ স্কোয়াডে থাকলেও আঙ্গুলের চোটের কারণে গত এপ্রিল মাস থেকে মাঠের বাইরে। এখন তার সমস্যা যেন আরও বড় হয়ে দেখা দিয়েছে। তবে স্বাগতিকদের জন্য সুখবর, পেটের পেশীর সমস্যা কাটিয়ে ২ জুন ওস্টারশায়ারের বিপক্ষে টি২০ ব্ল্যাস্ট ম্যাচে ইয়র্কশায়ারের পক্ষে হয়ত তাকে মাঠে দেখা যেতে পারে। তবে সমস্যা জর্জরিত সফরকারী লঙ্কানরা। পিঠের ইনজুরিতে ইংল্যান্ড সফর শেষ হয়ে গেছে পেসার দুশমান্থ চামিরার। এর আগে ইনজুরিতে পড়েন আরেক পেসার ধাম্মিকা প্রসাদ। সব মিলিয়ে ১-০তে পিছিয়ে থাকা সিরিজে কঠিন পরিস্থিতিতে ম্যাথুসের শ্রীলঙ্কা। ব্যর্থতার মাঝেও হেডিংলির প্রথম টেস্ট অতিথিদের হয়ে অল্প যে কয়জন খেলোয়াড় নিজেকে প্রমাণ করেছেন চামিরা ছিলেন তার অন্যতম। ইংল্যান্ডের প্রথম ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রাহক জনি ব্যারিস্টোর উইকেটসহ মোট তিনটি উইকেট নিয়েছিলেন। ধারণা করা হচ্ছে অন্তত চার মাস তাকে মাঠের বাইরে থাকতে হবে। যে কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে জুলাইয়ে হোম সিরিজেও হয়ত তার আর খেলা হবে না।
×