ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শেয়ার কিনবেন যমুনা ব্যাংকের উদ্যোক্তা

প্রকাশিত: ০৪:৩৫, ২৬ মে ২০১৬

শেয়ার কিনবেন যমুনা ব্যাংকের উদ্যোক্তা

পুঁজিবাজারে তালিকাভুক্ত যমুনা ব্যাংকের উদ্যোক্তা ইসমাইল হোসেন সিরাজী শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। এই উদ্যোক্তা ১৫ হাজার শেয়ার কিনবেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ইসমাইল হোসেন আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে উল্লিখিত পরিমাণ শেয়ার কিনতে পারবেন। উল্লেখ্য, যমুনা ব্যাংকের এই উদ্যোক্তা গত ১৬ মে ৪৪ লাখ ৬৩ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছিল। -অর্থনৈতিক রিপোর্টার দুই কোম্পানির লেনদেন বন্ধ আজ রেকর্ড ডেটের কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির লেনদেন আজ বৃহস্পতিবার বন্ধ থাকবে। কোম্পানিগুলো হচ্ছে- এ্যারামিট ও এ্যারামিট সিমেন্ট। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্র জানায়, এর আগে কোম্পানিগুলোর শেয়ারের লেনদেন স্পট মার্কেটে এবং ব্লক/অডলটে শুরু করেছিল; যা বুধবারে শেষ হয়। আগামী রবিবার থেকে কোম্পানিগুলো আবার স্বাভাবিক লেনদেন শুরু করবে পুঁজিবাজারে। -অর্থনৈতিক রিপোর্টার
×