ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সমালোচনা মালদ্বীপের

নাশিদকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে যুক্তরাজ্য

প্রকাশিত: ০৩:৪৬, ২৫ মে ২০১৬

নাশিদকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে যুক্তরাজ্য

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে যুক্তরাজ্য। চলতি বছরের জানুয়ারি মাসে নাশিদকে চিকিৎসার জন্য ব্রিটেন যাওয়ার অনুমতি দেন আব্দুল্লাহ ইয়ামিন। এরপর থেকেই লন্ডনে রয়েছেন প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত মালদ্বীপের এই সাবেক এই প্রেসিডেন্ট। কিন্তু মালদ্বীপ নাশিদকে আইনের অধীনে নিজের বাধ্যবাধকতা এড়িয়ে যাওয়ার সুযোগ দিতে ব্রিটেনের নেয়া ওই কথিত পদক্ষেপের কড়া সমালোচনা করেছে। খবর হিন্দু ও টেলিগ্রাফের। ভারতবন্ধু বলে পরিচিত নাশিদ ২০০৮ সালে প্রেসিডেন্ট হন স্বৈরতন্ত্রী শাসক মামুন আবদুল গাইয়ুমের তিন দশকের শাসনের ইতি টেনে। কিন্তু চার বছর পর গাইয়ুমের সক্রিয় মদতে মালদ্বীপ সেনা ও পুলিশ প্রশাসন এক অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করেন। আদালতের দ্বারস্থ হয়েও শাসনভার ফেরত পাননি নাশিদ। এর পরিবর্তে তাকে কারাগারে পাঠানো হয়। অভিযোগ ওঠে, বেআইনীভাবে এক বিচারককে কারাদ- দিয়েছিলেন তিনি। ক্ষমা চাইল ফেসবুক মডেল টেস হলিডের বিকিনির ছবি মুছে দেয়ায় ক্ষমা চেয়েছে ফেসবুক। শরীরের গঠন মোটাসোটা হলেই কি সে ছবি মুছে দেবে ফেসবুক? সম্প্রতি এক মার্কিন নারী মডেলের এ ধরনের ছবি সরিয়ে দিয়ে অস্ট্রেলিয়ার এক নারীবাদী গোষ্ঠীর তীব্র সমালোচনার মুখে পড়ে ফেসবুক। শেষ পর্যন্ত ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। -ম্যাশেবল দীর্ঘতম স্বর্ণের চেন পৃথিবীর দীর্ঘতম চেনটি ৫,৫২২ কিলোমিটার লম্বা। এই হ্যান্ডমেড চেন তৈরি করে দুবাই গোল্ড এ্যান্ড জুয়েলারি গ্রুপ। দুবাই শপিং ফেস্টিভ্যালের ২০তম বার্ষিকীতে ডেইরা গোল্ড সুক বাস স্টেশনে এটি প্রদর্শিত হয়। ২২ ক্যারেট সোনায় তৈরি এর ওজন ২৫৬ কিলোগ্রাম। দুবাই সেলিব্রেশন নামে সারা পৃথিবীতে পরিচিত এই চেন। ১০০ জন স্বর্ণকার মিলে ৪৫ দিন ১০ ঘণ্টা সময় লেগেছে এটি তৈরি করতে। যা গিনেস রেকর্ড অনুযায়ী পৃথিবীর দীর্ঘতম চেন। -গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস
×