ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

একযুগ পর এফএ কাপে চ্যাম্পিয়ন ম্যানইউ

প্রকাশিত: ০৬:২০, ২৪ মে ২০১৬

একযুগ পর এফএ কাপে চ্যাম্পিয়ন ম্যানইউ

স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘ একযুগ পর এফএ কাপের শিরোপা জিতল ম্যানচেস্টার ইউনাইটেড। মিটল রেড ডেভিলস ভক্তদের শিরোপার জন্য ৩ বছরের অপেক্ষা। ওয়েম্বলিতে ঐতিহ্যের লড়াই এফএ কাপের ফাইনালে ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ম্যানচেস্টার ইউনাইটেড। এই জয়ে আর্সেনালের রেকর্ডে ভাগ বসালো রেড ডেভিলরা। দ্বাদশ বারের মতো এফএ কাপের ট্রফি স্থান পেল ইউনাইটেড ক্যাবিনেটে। আর এই ট্রফি দিয়েই ইংল্যান্ড সফর শেষ করলেন লুইস ভ্যান গাল! অথচ ৯০ দশকের শুরুতে এমনই এক শিরোপা জিতে শুরুটা করেছিলেন স্যার এ্যালেক্স ফার্গুসন। কিন্তু লুইস ভ্যান গালের শেষ হলো প্রিমিয়ার লীগের অধ্যায়। ম্যাচের প্রথমার্ধে মার্শাল, র‌্যাশফোর্ডদের বেশ কয়েকটি চেষ্টা বিফলে যায়। দ্বিতীয়ার্ধেও যেন সুবিধা করতে পারছিল না কোন দল। ঠিক তখনই সুপার সাবের ভূমিকায় জ্যাসন পাঞ্চিয়ন ৭৮ মিনিটে এই ইংলিশের শক্তিশালী শটে পরাস্ত করেন ডি গিয়া। উল্লাসে মাতে এলান পার্ডুর দল। তার মনেও নিশ্চয়ই ৯০ এর হারের জ্বলজ্বলে স্মৃতি ভাসছিল, সেবার যে তিনি ছিলেন ফুটবলারের ভূমিকায়। কিন্তু উৎসবটা খুব বেশিক্ষণ ধরে রাখতে পারেননি তারা। এফএ কাপ ফাইনালের নাটকীয়তার আগুনে ঘি ঢালেন জোয়ান মাতা। ফেলাইনির বাড়ানো বল কাজে লাগিয়ে সমতায় ফেরান দলকে। স্বস্তির নিঃশ্বাস এনে দেন ভ্যান গালকে। নির্ধারিত সময় খেলা ১-১ সমতায় শেষ হয়। অতিরিক্ত সময় যেন ভিন্ন কিছু নিয়েই অপেক্ষা করছিল ইউনাইটেডের জন্য। ১০৫ মিনিটে নিজের দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ক্রিস স্মলিং। তবুও হতোদ্যম হয়নি রুনির দল। ১০ জনের দল নিয়েই বার বার আঘাত হানে প্যালেসের রক্ষণ দুর্গে। ফল আসে ১১০ মিনিটে। এ্যান্তোনিও ভ্যালেন্সিয়ার বাড়ানো বল প্রথম ছোঁয়াতেই জালে পাঠান জেসে লিনগার্ড। উল্লাসে মাতে রেড ডেভিলরা। আর ইংলিশ ফুটবলের সফলতম ক্লাবের ইতিহাসে নাম উঠে যায় এই ইংলিশম্যানের। তবে এফএ কাপের শিরোপা উপহার দিয়েও সোমবার চাকরি হারালেন ডাচ কোচ লুইস ভ্যান গাল। তার উত্তরসূরি হিসেবে ম্যানইউতে যোগ দিলেন সাবেক রিয়াল মাদ্রিদের অভিজ্ঞ কোচ জোশে মরিনহো।
×