ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফেডারেশন কাপ ফুটবল ১০ জুন শুরু

প্রকাশিত: ০৬:১৯, ২৪ মে ২০১৬

ফেডারেশন কাপ ফুটবল ১০ জুন শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ ঘোষণা দিয়েও বার বার খেলা পিছিয়ে দেয়ার বেলায় বরাবরই ‘সুখ্যাতি’ রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। কাজী মোঃ সালাউদ্দিনের নেতৃত্বাধীন নবনির্বাচিত কমিটি কিছুদিন আগে বলেছিল এখন থেকে আর কোন লীগ বা টুর্নামেন্ট পেছাবে না। কিন্তু সেই কথায় স্থির থাকতে পারেনি বাফুফে। একবার লীগ ও ফেডারেশন কাপ আয়োজনের দিনক্ষণ নির্ধারণ করেও তা পেছাতে হয়েছে তাদের। ফেডারেশন কাপের নতুন সময় নির্ধারণ করা হয়েছে আগামী ১০ জুন। আর প্রিমিয়ার ফুটবল লীগ শুরুর নতুন তারিখ আগামী ১৫ জুলাই। সোমবার বাফুফে ভবনে পেশাদার লীগ কমিটির এক সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে প্রাথমিকভাবে গত ১৫ মে থেকে মাঠে গড়াবার কথা ছিল ফেডারেশন কাপ। পেশাদার লীগের ১২ ক্লাবের অংশগ্রহণে হবার কথা ছিল টুর্নামেন্টটি। তবে বিভিন্ন ক্লাবের ফুটবলাররা জাতীয় দলের এশিয়ান কাপের বাছাইয়ের ক্যাম্পে থাকায় ক্লাবগুলো রাজি হয়নি তাদের ছাড়া টুর্নামেন্টে খেলতে। বাফুফের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ জাতীয় দলের আসন্ন দুই ম্যাচ। আর এসব কারণেই নির্ধারিত তারিখের আগের দিনই ফেডারেশন কাপ পিছিয়ে দেবার ঘোষণা দেয় লীগ কমিটি। তখনই বাফুফে ঠিক করেছিল ২ এবং ৭ জুন বাংলাদেশ-তাজিকিস্তান ম্যাচ শেষ হলে মাঠে গড়াবে টুর্নামেন্টটি। আর ফেডারেশন কাপ পেছানোতে পিছিয়ে যায় পেশাদার লীগও। সোমবার ক্লাবগুলোর সঙ্গে আলোচনা শেষে ফেডারেশন কাপের দিনক্ষণ ঠিক করে পেশাদার লীগ কমিটি। সে অনুযায়ী ফেডারেশন কাপের নতুন তারিখ ১০ জুন। আর পেশাদার লীগ মাঠে গড়াবে ১৫ জুলাই। অর্থাৎ ঈদের পরে ১০ জুলাই থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লীগের অষ্টম আসর। এবার রাজধানীর বাইরেও প্রিমিয়ার লীগ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে পেশাদার লীগ কমিটি। ইতোমধ্যে লীগের জন্য পাঁচটি ভেন্যু প্রাথমিক তালিকায় রেখেছে বাফুফে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ। এ প্রসঙ্গে পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘পেশাদার লীগের মিটিংয়ের মূল সিদ্ধান্ত হলো আগামী ১০ জুন ফেডারেশন কাপ শুরু হবে এবং ১২টি দল এই আসরে অংশ নেবে। এই পেশাদার লীগে যে দলগুলো খেলছে সেই দলগুলো ঈদের ৬ দিন আগেই এ টুর্নামেন্টের ফাইনাল খেলাটা সম্পন্ন করব। আগামীকাল (আজ) মাঠ নিয়ে ক্রীড়া মন্ত্রণালয়ে আমাদের মিটিং হবে। হয়তো ভেন্যু আরও বাড়তেও পারে, তবে কমবে না। আসলে আমরা অন্তত কমপক্ষে পাঁচটা ভেন্যুতে পেশাদার লীগ করতে চাই।’ সালাম আরও বলেন, ‘পেশাদার লীগের ভেন্যু যেহেতু বেশি হবে এবং জাতীয় দলেরও তেমন কোন সিডিউল থাকবে না তাই আশাকরি এবার নিরবচ্ছিন্ন বা কোন বাধা ছাড়াই হোম এ্যান্ড এ্যাওয়ে ভিত্তিক লীগটা দ্রুত শুরু হবে।’
×