ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এএফসি এশিয়ান কাপ বাছাই ॥ ইনজুরিতে লিঙ্কন-কেষ্ট-শাহেদ ;###;আমিরাতের সঙ্গে প্রীতি ম্যাচ অনিশ্চয়তায়

ক্রুইফের চূড়ান্ত দল ঘোষণা অচিরেই

প্রকাশিত: ০৬:১৭, ২৪ মে ২০১৬

ক্রুইফের চূড়ান্ত দল ঘোষণা অচিরেই

স্পোর্টস রিপোর্টার ॥ এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের প্লে-অফ পর্বে এ্যাওয়ে ম্যাচ খেলতে আগামী ২৯ মে তাজিকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ২ জুন তাজিকদের মাঠে খেলবে মামুনুল বাহিনী। একই প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের মাঠে আগামী ৭ জুন মুখোমুখি হবে দু’দল। প্রথম ম্যাচটি সামনে রেখে একটি প্রস্তুতি ম্যাচ খেলার ইচ্ছা কোচ ক্রুইফের। সেই ইচ্ছার কথা বাফুফে সভাপতি কাজী মোঃ সালাউদ্দিনকে জানিয়েছেনও তিনি। ক্রুইফের ইচ্ছাকে বাস্তবে রূপ দিতে চায় বাফুফেও। এরপর সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব দেয় বাফুফে। কিন্তু দু’দিন পার হবার পর এখনও এ ব্যাপারে কিছু জানায়নি ইউএই ফুটবল। এখন এ ম্যাচটি না হলে ঘরের মাঠে অন্য কোন প্রতিপক্ষের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। গত ১২ মে থেকে জাতীয় দলের অনুশীলন শুরু হয়। দলের সার্বিক প্রস্তুতি এবং দলের অবস্থা সম্পর্কে দলের ম্যানেজার সত্যজিৎ দাস রুপু বলেন, ‘প্রস্তুতি ভালই চলছে। তাজিকিস্তানের কন্ডিশন মাথায় রেখে যে ধরনের অনুশীলন করার কথা তাই করছি। দলের তিন খেলোয়াড় তাদের ইনজুরি সম্পর্কে লিখিতভাবে জানিয়েছেন। গ্রোয়েন ইনজুরিতে ভুগছেন মোহাম্মদ লিঙ্কন, পিঠের পেছনে অংশে ব্যথা আছে কেষ্ট কুমার বোসের। এছাড়া শাহেরুল আলম শাহেদ জুনিয়র অনুশীলন করতে গিয়ে ব্যথা পেয়েছেন। এছাড়া দলের বাকি সবাই সুস্থ আছে।’ ৩০ জনের দল নিয়ে এখন ক্যাম্প চলছে। এখন থেকে চূড়ান্ত দলে ঠাঁই পাবে ২৩ জন। চূড়ান্ত দল এখনও ঘোষণা হয়নি। এ প্রসঙ্গে রুপু বলেন, ‘২৭ মের আগে হচ্ছে না চূড়ান্ত দল।’ বাদপড়া খেলোয়াড়রা কি ক্যাম্পে থাকবেন না বিদায় করে দেয়া হবে? ‘কোচ যদি মনে করেন বাদপড়া খেলোয়াড়দের হোম ম্যাচে প্রয়োজন আছে, তখন তাদের অনুশীলন চালিয়ে যেতে বলবেন।’ এদিকে ইউএই’র বিপক্ষে প্রস্তুতি ম্যাচ আয়োজনের দায়িত্বে থাকা বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের সঙ্গে যোগাযোগ করে জানতে চাওয়া হয় ইউএই’র বিপক্ষে ম্যাচটি হচ্ছে কি না? জবাবে সোহাগ বলেন, ‘ওদের মেইল করা হয়েছে। এখন পর্যন্ত মেইলের জবাব আসেনি।’
×