ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাদ্রিদে ফেবারিটদের জয়

প্রকাশিত: ০৫:৫৬, ৭ মে ২০১৬

মাদ্রিদে ফেবারিটদের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ সহজ জয় দিয়েই মাদ্রিদ ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন এ্যান্ডি মারে, রাফায়েল নাদাল, কেই নিশিকোরি এবং নোভাক জোকোভিচের মতো তারকারা। দ্বিতীয় বাছাই গ্রেট ব্রিটেনের এ্যান্ডি মারে বৃহস্পতিবার তৃতীয় রাউন্ডের ম্যাচে সরাসরি সেটে হারিয়েছেন ১৬তম বাছাই ফ্রান্সের জাইলস সিমোনকে। তৃতীয় রাউন্ডের ম্যাচে শুরুটা বেশ ভালই করেন মারে। ম্যাচের শুরু থেকেই সিমোনের ওপর আধিপত্য বিস্তার করে খেলেন তিনি। ফলে প্রথম সেট ৬-৪ গেমে জিতে নেন মারে। প্রথম সেটে যতটা না লড়াই করেছিলেন সিমোন, দ্বিতীয় সেটে তার ছিটেফোঁটাও পাওয়া যায়নি। ফলে দ্বিতীয় সেটটি আরও সহজে জিতে স্কটিশ তারকা মারে। ৬-২ গেমে দ্বিতীয় সেট জিতে শেষ আটে নিজের নাম লেখান মারে। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা নোভাক জোকোভিচ এদিন চলতি মৌসুমে ৩০তম জয় তুলে নেন। এদিন তিনি ৬-২ এবং ৬-১ সেটে স্পেনের পঞ্চদশ বাছাই রবার্তো বাতিস্টা অগাটকে পরাজয়ের স্বাদ উপহার দেন। ম্যাচ শেষে নিজের পারফর্মেন্সে সন্তুষ্ট প্রকাশ করেছেন জোকোভিচ। এ বিষয়ে তিনি বলেন, ‘নিখুঁতভাবে পারফর্ম করেছি। সর্বোপরি বেশ ভালই হয়েছে। আজ যেভাবে এখানে খেলেছি তাতে আমি খুবই সন্তুষ্ট। এখন আশা করছি আগামীকালও যেন এমন পারফর্ম করতে পারি।’ টেনিস কোর্টে দুর্দান্ত সময় কাটাচ্ছেন জোকোভিচ। গত মৌসুমে মেজর চার গ্র্যান্ডসøামের তিনটিতেই চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। চলতি মৌসুমেও প্রথম মেজর শিরোপা নিজের শোকেসে তুলেছেন সার্বিয়ান এই টেনিস তারকা। ফ্রেঞ্চ ওপেনের আগে তাই মাদ্রিদেও নিজের সেরাটা দিতে মরিয়া জোকোভিচ। সেমিতে উঠার পথে তার সামনে বাধা এখন কানাডার ১১তম বাছাই মিলোস রাওনিক। তৃতীয় রাউন্ডে রাওনিক ৬-৪ ও ৬-৪ সেটে পরাজিত করেন ফরাসী তারকা জো উইলফ্রেইড সোঙ্গাকে। এদিকে চোট কাটিয়ে টেনিস কোর্টে স্বরূপে ফিরেছেন রাফায়েল নাদাল। গত মাসেই মন্টে কার্লো মাস্টার্সা এবং বার্সিলোনা ওপেনে ব্যাক টু ব্যাক শিরোপা জিতেছেন তিনি। আর মাত্র ১টি টুর্নামেন্ট নিজের করে নিতে পারলেই ক্লে কোর্টে গুইলের্মো ভিলাসের জেতা ৫০ শিরোপা জয়ের রেকর্ডকে ছাড়িয়ে যাবেন নাদাল। ১৪টি গ্র্যান্ডসøাম জয়ী স্প্যানিশ টেনিস তারকাও ঠিক হাঁটছেন সেপথে। তৃতীয় রাউন্ডে তিনি ৬-৪ ও ৬-২ সেটে হারান আমেরিকার সাম কুয়েরিকে। কোয়ার্টার ফাইনালে রাফায়েল নাদালের প্রতিপক্ষ এখন পর্তুগালের জোয়াও সোসা। যিনি তৃতীয় রাউন্ডে আমেরিকার জ্যাক সককে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠেন। এছাড়া কেই নিশিকোরি রিচার্ড গ্যাসকুয়েটকে, টমাস বার্দিচ ডেভিড ফেরারকে এবং নিক কিরগিওস পাবলো কিউবাসকে হারিয়ে মাদ্রিদ ওপেনের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেন।
×