ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মোহামেডান-ঊষা সেমির লড়াই আজ

প্রকাশিত: ০৪:৩০, ৬ মে ২০১৬

মোহামেডান-ঊষা সেমির লড়াই আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ব্যাপারটা কাকতালীয়ই বটে। ক্লাব কাপ হকিতে সর্বশেষ যে ফাইনাল হয়েছিল তাতে যে দুই দল যুগ্ম-চ্যাম্পিয়ন হয়েছিল, সেই দুটি দলই কি-না এবারের আসরের সেমিফাইনালে আবারও মুখোমুখি হচ্ছে আজ! সেই দল দুটি হচ্ছে ‘বি’ গ্রুপের রানার্সআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড এবং ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ঊষা ক্রীড়া চক্র। ‘মার্সেল ক্লাব কাপ হকি’র প্রথম সেমিতে দুই দলের এ দ্বৈরথটি অনুষ্ঠিত হবে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে, বিকেল ৪টায়। ‘খ’ গ্রুপের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড আগামী শনিবার ‘এ’ গ্রুপের রানার্সআপ ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে একই ভেন্যুতে, একই সময়ে। গ্রুপ ম্যাচে মোহামেডান হারায় ৪-২ গোলে বাংলাদেশ স্পোর্টিং ক্লাবকে, ৪-১ গোলে ওয়ারী ক্লাবকে এবং ৭-১ গোলে সোনালী ব্যাংক এসআরসিকে। চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী লিমিটেডের কাছে তারা হেরে যায় ২-৪ গোলে। তারা গোল করেছে ১৭টি, হজম করেছে ৮টি। পক্ষান্তরে ঊষা ক্রীড়া চক্র তাদের গ্রপ ম্যাচে হারায় ৫-০ গোলে এ্যাজাক্স এসসিকে এবং ৮-০ গোলে সাধারণ বীমা কেএসকে। ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবের সঙ্গে ড্র করে ২-২ গোলে। তারা গোল করেছে ১৫টি, হজম করেছে ২টি। মোহামেডান এক ম্যাচে হারলেও ঊষা এখনও অপরাজিত। তাদের হারের স্বাদ উপহার দিয়ে মোহামেডান যেমন ফাইনালে নাম লেখাতে অস্থির, তেমনি জয়ের ধারা অক্ষুণœ রেখে ঊষাও যে গতবারের মতো ফাইনালে খেলতে চাইবেÑ তাতে সন্দেহের কোন অবকাশ নেই। ফলে আজকের ম্যাচটি যে জমজমাট এবং যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, প্রচুর দর্শক সমাগম হবে, তা বলাই যায়। পুরো টুর্নামেন্টে মোহামেডান গোল করলেও তাদের নড়বড়ে ডিফেন্স নিয়ে ভুগতে হয়েছে। দলের অধিনায়ক-ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমি সর্বশেষ ম্যাচে আবাহনীর বিপক্ষে চোট পান হ্যামিস্ট্রিংয়ে। জনকণ্ঠকে তিনি জানান, ‘আমার চোট গুরুতর। ডাক্তার বলেছেন, ১৫ দিনের আগে মাঠে ফিরতে পারব না। ফলে এ টুর্নামেন্টে আর খেলা হচ্ছে না। এতে খুবই খারাপ লাগছে। আমার ১৭ বছরের ক্যারিয়ারে এর আগে কখনই এমন সিরিয়াস ইনজুরিতে পড়িনি।’ জিমির চোটে মুষড়ে পড়েছেন তার সতীর্থরাও, তারা বলছেÑ তুমি খেললে আমরা সেমির ম্যাচটা অবশ্যই জিততে পারতাম। আমি বলেছি, কোন সমস্যা নেই। আমি না থাকলেও তোমরা জিতবে। তাদের উৎসাহ যুগিয়েছি, আজ (বৃহস্পতিবার) মাঠে গিয়ে তাদের অনুশীলনেও উপস্থিত থেকেছি। আশা করি সেমিতে আমরাই জিতব। আবাহনীর বিপক্ষে ম্যাচের ২৪ ঘণ্টা আগে রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হওয়ায় মাঠে নামতে পারেননি মোহামেডানের পাঁচ পাকিস্তানী খেলোয়াড়। এদের ১ জন ডিফেন্ডার, ২ জন মিডফিল্ডার ও ২ জন ফরোয়ার্ড। জিমি জানান, ‘ইতোমধ্যেই তাদের নিবন্ধন করানো হয়েছে। সেমিতে ঊষার বিরুদ্ধে তারা অবশ্যই খেলবেন।’ পাক্কা দুই মৌসুম পর গত ২৫ এপ্রিল থেকে আবারও শুরু হয় ক্লাব কাপ হকির আসর। টুর্নামেন্টে ৯টি দল অংশ নেয়। দুটি গ্রুপে বিভক্ত করে লীগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হয়। চ্যাম্পিয়ন দল ৭০ হাজার টাকা প্রাইজমানি পাবে। আর রানার্সআপ দল পাবে ৩৫ হাজার টাকা। এছাড়া টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়কে মার্সেলের পক্ষ থেকে হোম এ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে।‘ক’ গ্রুপে রয়েছেÑ ঊষা ক্রীড়া চক্র, ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব, সাধারণ বীমা কেএস ও এ্যাজাক্স এসসি। ‘খ’ গ্রুপেÑ আবাহনী এসসি লিমিটেড, মোহামেডান এসসি লিমিটেড, সোনালী ব্যাংক এসআরসি, বাংলাদেশ এসসি ও ওয়ারী ক্লাব। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ এবং ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান এটিএন বাংলা সরাসরি সম্প্রচার করবে।
×