ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শুভ-তিশার ‘অস্তিত্ব’

প্রকাশিত: ০৬:৫১, ৫ মে ২০১৬

শুভ-তিশার ‘অস্তিত্ব’

টিভি নাটকে জুটি হয়ে অনেক অভিনয় করেছেন আরিফিন শুভ ও তিশা। তবে এবার তাদের দেখা যাবে বড় পর্দায়। ছবির নাম ‘অস্তিত্ব’। ছবিটি পরিচালনা করছেন অনন্য মামুন। ‘মুসাফির’ মুক্তির আগের সন্ধ্যায় (২১ এপ্রিল) ঘোষণা এলো ‘অস্তিত্ব’ মুক্তির। দুটি ছবির নায়কই আরিফিন শুভ। ‘যেখানেই বাংলাদেশী, সেখানেই বাংলা সিনেমা’- এই বিষয়কে প্রতিপাদ্য করে আগামী ৬ মে রূপালি পর্দায় আসছে ‘অস্তিত্ব’। শুভ-তিশা জুটি ছোটপর্দায় বেশ জনপ্রিয় হলেও, বড়পর্দায় এতদিন তাদের দেখা মেলেনি। তাই অনন্য মামুন এই জুটিকে নিয়ে ‘অস্তিত্ব’ চলচ্চিত্র নির্মাণের ঘোষণাও দিয়েছিলেন। সে অনুযায়ী ছবির কাজ শুরু করেন পরিচালক। ‘অস্তিত্ব’ নিয়ে পরিচালক বলেন, ‘রোমান্টিক গল্প নিয়ে নির্মিত ছবিটি। আশা করছি দর্শকদের কাছে ভাল লাগবে।’ছবিটির পরিচালক অনন্য মামুন জানান, ঢাকাসহ দেশের সর্বাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘অস্তিত্ব’। এছাড়া কয়েকটি দেশের প্রবাসী বাংলাদেশীরাও এটি উপভোগ করতে পারবেন। তিনি ফেসবুকে উল্লেখ করেছেন, “সিনেমা বানানো একটা যুদ্ধ, তার চেয়ে বড় যুদ্ধ হচ্ছে ছবি মুক্তি দেয়া। সেই যুদ্ধে জয়ী হলাম আজ। আসছে ৬ মে সারাদেশে মুক্তি পাবে ‘অস্তিত্ব’।” নাটকের পর প্রথমবারের মতো চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করেছেন আরিফিন শুভ ও নুসরাত ইমরোজ তিশা। নতুন এই জুটিকে ঘিওে তৈরি হয়েছে আগ্রহ। ‘অস্তিত্ব’র মাধ্যমে বাণিজ্যিক ঘরানার ছবিতে অভিষেক হচ্ছে জনপ্রিয় টিভি অভিনেত্রী তিশার। একই সঙ্গে এই ছবিটিতে থাকছে মানবিক একটি গল্প। বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীর অলিম্পিক প্রতিযোগিতায় অংশ নেয়ার কাহিনী তুলে ধরা হয়েছে এতে। অনন্য মামুন ফেসবুকে লিখছেন, ‘আমার সিনেমা কিন্তু তারপরও গানটা আমার হৃদয়ে লিখে ফেলেছি।’ মুক্তি প্রতিক্ষীত ‘অস্তিত্ব’ সিনেমার গান নিয়ে এমনটা বললেন। পূর্ব ঘোষণা অনুযায়ী প্রকাশ হয় গান, ‘তোর নামে লিখেছি হৃদয়’। কলকাতার প্রিয় চট্টোপাধ্যায়ের কথায় নিজের সুরে গানটি গেয়েছেন একই অঞ্চলের আকাশ। গানটিতে পারফর্ম করেছেন আরিফিন শুভ ও নুসরাত ইমরোজ তিশা। এর আগে একই সিনেমার রোমান্টিক ট্র্যাক ‘আয়না বলনা’তে এ দুই তারকাকে বেশ গ্ল্যামারসভাবে উপস্থাপন করেন অনন্য। নতুনটিতেও তাই। ইনডোরের ছোট সেটে গানটির চিত্রায়ন হয়েছে। কিন্তু চিত্রায়নের গুণ ও শুভ-তিশার রসায়ন তা ভুলিয়ে দেয়। মজার বিষয় হলো, এ গানের শিরোনামেই নির্মিত হবে অনন্য পরের সিনেমা ‘তোর নামে লিখেছি হৃদয়’। ‘অস্তিত্ব’ মুক্তি পাবে ৬ মে। ছবিটিতে আরও অভিনয় করেছেন সুচরিতা, সুব্রত, সৌমি, জোভান, ডন প্রমুখ। যৌথভাবে এর চিত্রনাট্য লিখেছেন অনন্য মামুন ও সোমেশ্বর অলি। গান তৈরি করেছেন ইবরার টিপু, প্রীতম হাসান ও নাভেদ পারভেজ। ওমেরা এলপিজি নিবেদিত ছবিটি প্রযোজনা করেছেন কার্লোস সালেহ। মাহবুবা সুলতানা
×