ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শচীনের রেকর্ড ভাঙ্গার অপেক্ষায় কুক

প্রকাশিত: ০৬:৩৯, ৫ মে ২০১৬

শচীনের রেকর্ড ভাঙ্গার অপেক্ষায় কুক

স্পোর্টস রিপোর্টার ॥ বিরাট কোহলি না এবি ডি ভিলিয়ার্স, স্টিভেন স্মিথ না কেন উইলিয়ামসনÑ কে সময়ের সেরা ব্যাটসম্যান? এ নিয়ে আলোচনার শেষ নেই। অথচ একজনের নাম বেমালুম ভুলে যান সবাই। তিনি ইংল্যান্ডের রানমেশিন এ্যালিস্টার কুক। অবিস্বংবাদিতভাবে আধুনিক ইংল্যান্ডের সেরা টেস্ট ব্যাটসম্যান। দারুণ এক ইতিহাস গড়ার পথে গ্লুচেস্টার হিরো। আর মাত্র ৩৬ রান প্রয়োজন। তাহলেই গ্রেট শচীন টেন্ডুলকরকে টপকে টেস্ট ইতিহাসের সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রানের ল্যান্ড মার্কে পা রাখবেন সাদা পোশাকের ইংল্যান্ড অধিনায়ক। ১৯ মে লিডসে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট শুরু করবে স্বাগতিক ইংলিশরা। ৩ ম্যাচের সিরিজ। নেতৃত্বে ওপেনিং ব্যাটসম্যান কুক। আছেন দারুণ ফর্মে। তার মোট রান ৯,৯৬৪। ইংল্যান্ডের প্রথম ও বিশ্বের মাত্র ১২তম ব্যাটসম্যান হিসেবে ১০,০০০ রানের এলিট ক্লাবে নাম লেখাতে যাচ্ছেন কুক। ২০০৫ সালের মার্চে নিজের ৩২তম জন্মদিনের মাস দেড়েক আগে ১০ হাজার রান পূর্ণ করেছিলেন শচীন। কুকের বয়স ৩১ বছর ১৩১ দিন (বুধবার)। তার মানে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৬ রান করলেই সর্বকনিষ্ঠ (শচীনের চেয়ে ৫ মাস কম বয়সে) ১০ হাজার রানের এলিট ক্লাবে নাম লিখিয়ে নতুন ইতিহাস রচনা করবেন তুখোড় এই বাঁহাতি ব্যাটসম্যান। ২০০৬-এ ভারত সফরে টেস্ট অভিষেক কুকের। ২০১৩ সালের জুন থেকে ২০১৫ সালের মে পর্যন্ত টেস্টে কোন সেঞ্চুরি করতে পারেননি তিনি! অনেকেই তার শেষ দেখেছিলেন। কিন্তু তারপর থেকেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানো। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্রিজটাউনে সেঞ্চুরি করেন। এরপর লর্ডসে শতক হাঁকিয়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। গত অক্টোবরে আবুধাবিতে পাকিস্তানের বিপক্ষে খেলেন ২৬৩ রানের বিশাল এক ইনিংস। ইংল্যান্ডের হয়ে রেকর্ড সর্বোচ্চ ২৮টি টেস্ট সেঞ্চুরি তারই দখলে। ২০১৬ সালের শুরুটাও হয়েছে দারণ। সর্বশেষ কাউন্টিতে এসেক্সের হয়ে খেলেছেন ১০৫, ৩৫*, ১, ১২৭* ও ১৪২ রানের ইনিংস। ফর্মের তুঙ্গে থাকা কুক অন্তত ৪-৫ বছর চালিয়ে গেলে নিজেকে আরও অনেক ওপরে তুলে নিতে পারবেন। বাংলাদেশ থেকে ক্রিকেট কোচ চায় চীন বিওএ মহাসচিবের সঙ্গে আলোচনা স্পোর্টস রিপোর্টার ॥ গতকাল বুধবার অলিম্পিক ভবনে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজার সঙ্গে সেন ইয়াং স্পোর্টস ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল এডুকেশন স্কুল শাখার প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। প্রতিনিধিরা দু’দেশের খেলাধুলার উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। চীনের প্রতিনিধি দল তাদের ক্রিকেট উন্নয়নের জন্য বাংলাদেশ থেকে ক্রিকেট কোচ নিয়োগে আগ্রহ প্রকাশ করে। বিওএ’র মহাসচিব এ্যাথলেটিক্স, সুইমিং, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, ভারোত্তোলন, হ্যান্ডবলসহ বিভিন্ন ইভেন্টে চীনে উচ্চতর প্রশিক্ষণের জন্য দল প্রেরণের আগ্রহ ব্যক্ত করেন। এ আলোচনার পরিপ্রেক্ষিতে অচিরেই চীনের সেন ইয়াং ইউনিভার্সিটির সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।
×