ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মসলা চাষে রেয়াতি সুদে লক্ষ্যমাত্রার ৭৫ শতাংশ ঋণ বিতরণ

প্রকাশিত: ০৬:৩৩, ৪ মে ২০১৬

মসলা চাষে রেয়াতি সুদে লক্ষ্যমাত্রার ৭৫ শতাংশ ঋণ বিতরণ

অর্থনৈতিক রিপোর্টার ॥ ডাল, তৈলবীজ, ভুট্টাসহ মসলা জাতীয় পণ্য চাষে চলতি অর্থবছরে ব্যাংকগুলো ৯০ কোটি টাকার ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। এপ্রিল মাসের ২১ তারিখ পর্যন্ত ব্যাংকগুলো ৬৭ কোটি ৯১ লাখ টাকার ঋণ বিতরণ করেছে। সে হিসেবে মসলা জাতীয় পণ্য চাষে লক্ষ্যমাত্রার বিপরীতে ৭৫ শতাংশ ঋণ বিতরণ হয়েছে। বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ ও আর্থিক সেবাভুক্তি বিভাগের হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। প্রসঙ্গত, আদা, রসুন, পিঁয়াজ, মরিচ, হলুদ, জিরা, সব ধরনের ডাল, তৈলবীজ এবং ভুট্টা চাষে ব্যাংকগুলো রেয়াতি সুদহারে চার শতাংশে ঋণ দেয়। তবে ব্যাংকগুলোর যেন কোন ক্ষতি না হয়, সেজন্য সরকার ছয় শতাংশ সুদ ভর্তুকি দিয়ে থাকে। ক্যান্টন ফেয়ারে ক্রেতাদের মনোযোগ কেড়েছে ওয়ালটন অর্থনৈতিক রিপোর্টার ॥ চীনের ক্যান্টন ফেয়ারে বিশ্ব ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করেছে বাংলাদেশী ব্র্যান্ড ওয়ালটন। ইউরোপ-আমেরিকাসহ বিভিন্ন দেশের ক্রেতারা প্রসংশা করেছেন ওয়ালটন পণ্যের। তাদের অনেকেই কারখানা পরিদর্শন এবং পণ্য ক্রয়ের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। ওয়ালটন কর্তৃপক্ষের প্রত্যাশা- কিছুদিনের মধ্যেই মিলবে বিশাল অঙ্কের রফতানি আদেশ। অস্ট্রেলিয়ার ওমেগা প্রাইভেট লিমিটেডের প্রতিনিধি দল সম্প্রতি ওয়ালটন কারখানা পরিদর্শন করেছেন। শীঘ্রই তারা আরও বড়সড় টিম নিয়ে বাংলাদেশে আসছেন। তারা কারখানা পরিদর্শন করে অর্ডার দেবেন। এ ছাড়া প্রতিবেশী দেশসমূহ, মধ্যপ্রাচ্য, আফ্রিকাসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে শীঘ্রই রফানি আদেশ পাওয়ার অপেক্ষায় আছে ওয়ালটন। সম্প্রতি চীনের গুয়াংজু শহরে ক্যান্টন ফেয়ারে অংশ নেয় ‘মেড ইন বাংলাদেশ’খ্যাত ওয়ালটন। এতে কয়েক হাজার পটেনশিয়াল বায়ার আগ্রহ দেখিয়েছেন ওয়ালটন পণ্য ক্রয়ের ব্যাপারে। ১১৯তম আন্তর্জাতিক ক্যান্টন ফেয়ার চলে এপ্রিলের ১৫ থেকে ১৯ তারিখ পর্যন্ত। মেলায় প্রদর্শিত হয় ওয়ালটনের রেফ্রিজারেটর, ফ্রিজার, এলইডি টেলিভিশন, এয়ার কন্ডিশনার, রিচার্জেবল ফ্যান, ইলেকট্রিক সুইস-সকেট, এলইডি বাল্ব, ইন্ডাকশন কুকার, ব্লেন্ডার, এসিড লেড রিচার্জেবল ব্যাটারি ইত্যাদি।
×