ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

পুলিশের চাঁদাবাজি বন্ধের দাবি পরিবহন শ্রমিকদের

প্রকাশিত: ২১:৫৪, ১ মে ২০১৬

 পুলিশের চাঁদাবাজি বন্ধের দাবি পরিবহন শ্রমিকদের

অনলাইন রিপোর্টার॥ মে দিবসে পরিবহন খাতে পুলিশের চাঁদাবাজি বন্ধের দাবি জানিয়েছেন শ্রমিক সংগঠনের নেতারা। আজ রবিবার নগরীর ডিসি হিলে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা এ দাবি জানান। মে দিবস উপলক্ষে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আয়োজিত সমাবেশে বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠনের নেতারা বক্তব্য দেন। সমাবেশ শুরুর আগে নগরীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হন হাজার হাজার শ্রমিক। সিএনজি চালিত অটো রিকসায় মিটারের নামে পুলিশ কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে অভিযোগ করে সমাবেশে বক্তারা বলেন, এক বিভাগের গাড়ি অন্য বিভাগে গেলে পুলিশ মামলা করে। অথচ গাড়ি রিক্যুইজিশন করে অন্য বিভাগে পাঠাচ্ছে। পুলিশের দায়িত্ব পালনকালে শ্রমিকদের দৈনিক ১০০ টাকা করে খরচ দেওয়া হয়। এই টাকায় শ্রমিকরা কিভাবে চলবে। গাড়ি রিক্যুইজিশন বন্ধ করতে হবে। এদিকে চট্টগ্রামে নয়টি প্রগতিশীল সাংস্কৃতিক গণসংগঠন জোটবদ্ধভাবে মহান মে দিবস পালন করবে। রবিবার বিকেল ৫টায় নগরীর ডিসি হিলে মুক্তমঞ্চে তাদের জোটবদ্ধ পরিবেশনা শুরু হবে। সংগঠনগুলো হচ্ছে উদীচী, চট্টগ্রাম থিয়েটার, চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র, প্রমা, বোধন, ওডিসি ডান্স, ফেইম, চারণ ও সাংস্কৃতিক ইউনিয়ন। এদিকে মে দিবস উপলক্ষে সমাবেশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন। সংগঠনের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাবেক সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, সিনিয়র সাংবাদিক নওশের আলী খান প্রমুখ বক্তব্য রাখেন। এদিকে মহান মে দিবসে জোটবদ্ধ ও আলাদা কর্মসূচি পালন করছে শ্রমিক সংগঠনগুলো। নগরীর বিভিন্ন স্থানে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
×