ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জুন ক্লোজিং বাস্তবায়ন আইন পরিপালন থেকে সাময়িক অব্যাহতি

প্রকাশিত: ০১:৫৬, ২৭ এপ্রিল ২০১৬

জুন ক্লোজিং বাস্তবায়ন আইন পরিপালন থেকে সাময়িক অব্যাহতি

অর্থনৈতিক রিপোর্টার ॥ ফিন্যান্সিয়াল অ্যাক্ট, ২০১৬ অনুযায়ী ব্যাংক, বীমা ও আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি ছাড়া অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে জুন ক্লোজিং করার লক্ষ্যে কতিপয় আইন পরিপালন থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই আইন পরিপালন থেকে ৩০ জুন ২০১৬ পর্যন্ত অব্যাহতি দেয়া হয়েছে। বুধবার অনুষ্ঠিত ৫৭০তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিএসইসির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ফিন্যান্সিয়াল অ্যাক্ট, ২০১৬ অনুযায়ী ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান ছাড়া অন্যান্য সকল কোম্পানির হিসাব বছর জুন ক্লোজিং হতে হবে। যা ১ জুলাই ২০১৬ তারিখ থেকে কার্যকর হবে। উক্ত ফিন্যান্সিয়াল অ্যাক্ট পরিপালনের লক্ষ্যে কোম্পানিগুলোকে কতিপয় সিকিউরিটিজ আইন পরিপালনের বাধ্যবাধকতা থেকে ৩০ জুন ২০১৬ তারিখ পর্যন্ত অব্যাহতি দেয়া হয়েছে। আর এ সংক্রান্ত একটি নির্দেশনা শিগগিরই জারি করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। জানা গেছে, কিছুদিন আগে জাতীয় রাজস্ব বোর্ড থেকে নির্দেশ দেওয়া হয়েছে আয়কর আইন অনুযায়ী ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিমা ছাড়া অন্যান্য কোম্পানির ক্লোজিং জুন মাস হতে হবে। এটি আগামী জুলাই মাস থেকে কার্যকর হবে। অর্থাৎ এনবিআরের এই নিয়ম অনুসারে পুঁজিবাজারে তালিকাভুক্ত মোট ৮৮টি কোম্পানিকে জুন ক্লোজিং করতে হতো। ব্যাংক বিমা ও আর্থিক প্রতিষ্ঠান ছাড়া মোট ৭৩টি কোম্পানির ডিসেম্বর ক্লোজিং রয়েছে। এছাড়া মার্চ ক্লোজিং ৫টি, এপ্রিল ক্লোজিং ২টি, জুলাই ক্লোজিং ১টি, আগস্ট ক্লোজিং ১টি, সেপ্টেম্বর ক্লোজিং ৫টি এবং অক্টোবর ক্লোজিং ১টি কোম্পানি রয়েছে। এইসব কোম্পানিকে নতুন আইন পরিপালন করতে হতো। বিএসইসির নতুন আদেশের ফলে আপাতত কোম্পানিগুলো একটু সময় পাচ্ছে এই কোম্পানিগুলো।
×