ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আরামকোর ৫ শতাংশ শেয়ার ছাড়বে সৌদি আরব

প্রকাশিত: ০৩:৫৫, ২৭ এপ্রিল ২০১৬

আরামকোর ৫ শতাংশ শেয়ার ছাড়বে সৌদি আরব

রাষ্ট্র মালিকানাধীন তেল কোম্পানি আরামকোর ৫ শতাংশেরও কম শেয়ার ছাড়ার পরিকল্পনা করেছে সৌদি আরব। দেশটির মন্ত্রিপরিষদ বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পুঁজিবাজার থেকে এর মাধ্যমে ২ ট্রিলিয়ন বা ২ হাজার বিলিয়ন ডলারের বেশি অর্থ সংগ্রহ হবে বলে জানিয়েছেন দেশটির ডেপুটি যুবরাজ মুহাম্মদ বিন সালমান। তেল কোম্পানি সৌদি আরামকো প্রধান কার্যালয়ের পাশে কোম্পানির একটি তেলের ট্যাংক। আর এটি হবে বিশ্বে সবচেয়ে বড় প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও)। সৌদির সংবাদ মাধ্যম আল অ্যারাবিয়াকে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠকে ‘সৌদি ভিশন ২০৩০’ শীর্ষক প্রকল্প অনুমোদন করা হয়। এ প্রকল্পের আওতায় আরামকোর ৫ শতাংশের কম শেয়ার বিক্রির সিদ্ধান্ত নেয়া হচ্ছে। এর মাধ্যমে সৌদি আরব আগামী ২০২০ সালের মধ্যে তেলের ওপর নির্ভরতা কমাতে পারবে বলে জানানো হয়। -অর্থনৈতিক রিপোর্টার গোল্ডেন সনের পর্ষদের সভা স্থগিত পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি গোল্ডেন সন লিমিটেডের পরিচালনা পর্ষদের পূর্বনির্ধারিত সভা স্থগিত করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ফিন্যান্স এ্যাক্ট-২০১৫ অনুযায়ী কোম্পানির অর্থবছর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বেরের পরিবর্তে ১ জুলাই থেকে ৩০ জুনে পরিবর্তন করা হয়েছে। এতে কোম্পানির আর্থিক বিবরণীতে একটা প্রভাব পড়বে। তাই কোম্পানির পর্ষদ সভার তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সূত্র আরও জানায়, পরবর্তী নোটিসের মাধ্যমে কোম্পানির পর্ষদ সভার নতুন তারিখ ও সময় জানানো হবে। এর আগে কোম্পানিটি আগামী ৩০ এপ্রিল, শনিবার দুপুর আড়াইটায় সভা করার সিদ্ধান্ত নিয়েছিল। সভায় কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৫ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করার কথা ছিল। উল্লেখ্য, কোম্পানিটি ২০১৪ সালে বিনিয়োগকারীদের সাড়ে ১২ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। ওই বছর কোম্পানিটি শেয়ারপ্রতি আয় করেছিল ২ টাকা ১ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার
×