ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সিরামিক পণ্য আমদানিতে ৬০ শতাংশ শুল্ক বহাল রাখার দাবি

প্রকাশিত: ০৪:০২, ২৬ এপ্রিল ২০১৬

সিরামিক পণ্য আমদানিতে ৬০ শতাংশ শুল্ক বহাল রাখার দাবি

অর্থনৈতিক রিপোর্টার ॥ আমদানি পর্যায়ে সিরামিক পণ্যের (টাইলস, টেবিল ওয়্যার ও সেনিটারি ওয়্যার) ওপর বিদ্যমান ৬০ শতাংশ সম্পূরক শুল্ক বহাল রাখার দাবি জানিয়েছে সিরামিক ওয়্যারস ম্যানুফ্যাকচারার্স এ্যাসোসিয়েশন। গত রবিবার জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) এক প্রাক বাজেট আলোচনায় এ দাবি করেন বাংলাদেশ সিরামিক ওয়্যারস ম্যানুফ্যাকচারার্স এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইরফান উদ্দিন। তিনি বলেন, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ এ সিরামিক টাইলসের ওপর আমদানি ও দেশের পণ্যে সমান হারে ৪৫ শতাংশ সম্পূরক শুল্ক নির্ধারণ করা হয়েছে। দেশে উৎপাদিত পণ্যে ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ৪৫ শতাংশ এবং আমদানি পণ্যে ৬০ শতাংশ থেকে কমিয়ে ৪৫ শতাংশ করা হয়েছে। এতে আমদানিকারকরা ৯ শতাংশ শুল্ক হ্রাসের সুবিধা পাবে। অন্যদিকে আমদানি পণ্যের চেয়ে দেশীয় পণ্যের মূল্য ৩৬ শতাংশ বৃদ্ধি পাবে। তাই আমদানি পর্যায়ে সিরামিক পণ্যের ওপর বিদ্যমান ৬০ শতাংশ সম্পূরক শুল্ক বহাল রাখার প্রস্তাব করেছি। এ সময় আন্ডারইনভইসিংয়ের মাধ্যমে বিদেশী সিরামিক পণ্য আমদানিজনিত অসম প্রতিযোগিতা থেকে দেশীয় শিল্পকে রক্ষা করতে ফিনিশড সিরামিক পণ্যের ওপর আমদানি ট্যারিফ মূল্য বা সর্বনিম্ন আমদানি মূল্য নির্ধারণ করার দাবি জানান ইরফান উদ্দিন। ভোমরা স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের কারণে সোমবার সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের সকল প্রকার আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকে। ভোমরা স্থলবন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা কাস্টমস ও সিএ্যান্ডএফ এ্যাসোসিয়েশন যৌথসভায় আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। এতে একদিনে প্রায় তিন কোটি টাকার রাজস্ব বঞ্চিত হলো সরকার। এ বিষয়ে ভোমরা স্থলবন্দর শুল্ক স্টেশনের সহকারী কমিশনার শরীফ মোঃ আল-আমীন বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি নিশ্চত করে জানান, এটি বাংলাদেশী কোন অফিসিয়াল সিদ্ধান্ত নয়। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের কারণে মূলত সে দেশের সরকারী ছুটি ঘোষণা দেয়ায় ঘোজাডাঙ্গা সিএ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ীরা আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। তিনি আরও জানান, এতে একদিনে সরকার প্রায় তিন কোটি টাকার রাজস্ব বঞ্চিত হয়েছে।
×