ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নৃত্যাঞ্চল উৎসব শুরু ২৭ এপ্রিল

প্রকাশিত: ০৪:০১, ২৪ এপ্রিল ২০১৬

নৃত্যাঞ্চল উৎসব শুরু ২৭ এপ্রিল

স্টাফ রিপোর্টার ॥ কত্থক নৃত্য, নৃত্যনাট্য ও সুবিধাবঞ্চিত শিশুদের ব্যতিক্রমী পরিবেশনা নিয়ে শুরু হচ্ছে নৃত্যাঞ্চল উৎসব। নৃত্যাঞ্চল আয়োজিত তিন দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে আগামী ২৭ ও ২৮ এপ্রিল এবং একাডেমির নন্দন মঞ্চে ২৯ এপ্রিল সন্ধ্যা ৭টায়। উদ্বোধনী সন্ধ্যায় প্রধান অতিথি থাকবেন ভারতের কিংবদন্তি ভরতনাট্যম শিল্পী নৃত্যগুরু লীলা স্যামসন। বিশেষ অতিথি থাকবেন প্রখ্যাত চিত্রশিল্পী মুস্তফা মনোয়ার। এ উপলক্ষে রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলন হয়। এতে উপস্থিত ছিলেন নৃত্যাঞ্চলের পরিচালক শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদ এবং সংগঠনের সমন্বয়কারী মুহম্মদ জাহাঙ্গীর। সংবাদ সম্মেলনে উৎসব সম্পর্কে যাবতীয় তথ্য তুলে ধরে শিবলী মোহাম্মদ বলেন, এবারের উৎসবে নৃত্যগুরু রাহিজা খানম ঝুনুকে সম্মাননা জানানো হবে। যাঁদের অবদানে এদেশের নৃত্যচর্চা আজ সম্মানজনক স্তরে এসেছে, তাঁদের প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। রাহিজা খানম ঝুনু তাঁদেরই একজন। এছাড়া উৎসব উপলক্ষে মননশীল প্রবন্ধ সমৃদ্ধ একটি স্মরণিকা ও একটি পোস্টার ও প্রকাশ হবে। শিবলী মোহাম্মদের পরিচালনায় উদ্বোধনী দিন নৃত্যাঞ্চল গ্রুপ ও স্কুলের প্রায় দুইশ’ পঞ্চাশ জন শিল্পী ও শিক্ষার্থী কত্থক নৃত্য পরিবেশন করবে। দ্বিতীয় সন্ধ্যায় থাকবে নৃত্যনাট্য। ইতিহাসখ্যাত কাহিনী ‘আলীবাবা ও চল্লিশ’ চোর অবলম্বনে নৃত্যনাট্য ‘বাঁদী বান্দার রূপকথা’ মঞ্চায়ন করবে যৌথভাবে নৃত্যাঞ্চল ও সৃষ্টি কালচারাল সেন্টারের আশি জন শিল্পী। এর নৃত্য ভাবনা ও পরিচালনায় রয়েছেন ভারতের শিল্পী সুকল্যাণ ভট্টাচার্য। এতে প্রধান ভূমিকায় থাকবেন শিবলী মোহাম্মদ ও শামীম আরা নীপা। এছাড়া অন্য বিশেষ চরিত্রে থাকবেন আনিসুল ইসলাম হীরু, সুকল্যাণ ভট্টাচার্য ও ডলি ইকবাল। উৎসবের শেষ দিন ২৯ এপ্রিল ‘বিশ্ব নৃত্য দিবস’ উপলক্ষে থাকবে সুবিধাবঞ্চিত শিশুদের বিশেষ নৃত্য পরিবেশনা। নৃত্যাঞ্চলের শিক্ষার্থীরাও তাদের সঙ্গে নৃত্য পরিবেশন করবে। এদিন শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ব্লাইন্ড এডুকেশন এ্যান্ড রিহ্যাবিলিটেশন ডেভেলপমেন্ট অরগানাইজেশনের (বিইআরডিও) নির্বাহী পরিচালক সাইদুল হক। তিনি আরও বলেন, এ উৎসবে ব্যয় হবে ১৫ লাখ টাকা। স্পন্সরের সহায়তা, স্মরণিকার বিজ্ঞাপন ও টিকিট বিক্রির মাধ্যমে এই টাকা সংগ্রহের পরিকল্পনা নেয়া হয়েছে। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে পাঁচশ’, তিনশ’, দুইশ’ ও একশ’ টাকা। উৎসবের শেষ দিন নন্দন মঞ্চের পরিবেশনা থাকবে সবার জন্য উন্মুক্ত।
×