ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অলিম্পিকে খেলবেন, কোপায় দর্শক নেইমার

প্রকাশিত: ০৬:৩৩, ২২ এপ্রিল ২০১৬

অলিম্পিকে খেলবেন, কোপায় দর্শক নেইমার

স্পোর্টস রিপোর্টার ॥ নেইমারের ইচ্ছা ছিল নিজ দেশ ব্রাজিলের হয়ে কোপা আমেরিকা ও অলিম্পিক গেমস দু’টিতেই খেলার। ব্রাজিলও মনেপ্রাণে চাচ্ছিল তাদের সেরা তারকাকে দুটি আসরেই। বিয়ষটি নিয়ে ব্রাজিল ও বার্সিলোনার রশি টানাটানি চলছিল অনেক দিন ধরে। পেলের দেশ দুই আসরেই চাচ্ছিল নেইমারকে। কিন্তু এ প্রস্তাবে রাজি হয়নি স্প্যানিশ পরাশক্তিরা। যে কারণে অনেক দরকষাকষির পর অবশেষে নেইমারকে নিয়ে একটা সমঝোতায় এসেছে দুই পক্ষ। শেষ পর্যন্ত নেইমার খেলতে পারবেন শুধু অলিম্পিকে। আর কোপা আমেরিকায় তাকে থাকতে হবে দর্শক হয়ে। রেকর্ড সর্বোচ্চ পাঁচবার বিশ্বকাপ শিরোপা জিতলেও অলিম্পিক ফুটবলের স্বর্ণ এখনও অধরা রয়ে গেছে ব্রাজিলের। এবার নিজ দেশে আয়োজিত অলিম্পিকে তাই স্বর্ণপদক জয়ের জন্য মরিয়া হয়ে আছে সেলেসাওরা। আর স্বর্ণপদক জয়ের মিশনে নেইমার যে অপরিহার্য, তাও অনুধাবন করেছে ব্রাজিল। এ কারণেই হয়ত বার্সিলোনার দাবি মেনে নিয়ে শুধু অলিম্পিক দলেই নেইমারকে রাখার ব্যাপারে রাজি হয়ে গেছেন ব্রাজিলের কর্তারা। এ প্রসঙ্গে বার্সিলোনার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছেÑ নেইমার জুনিয়রকে এই গ্রীষ্মে কেবল রিও ডি জেনেইরো অলিম্পিকে খেলানো আর যুক্তরাষ্ট্রে হতে যাওয়া কোপা আমেরিকায় না খেলানোর বিষয়ে ক্লাবের প্রস্তাব মেনে নেয়ায় বার্সিলোনা ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন এবং এর সভাপতি মার্কো পোলো ডেল নেরোকে ধন্যবাদ জানাচ্ছে। সিবিএফও এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, সিবিএফ নেইমারকে কোপা আমেরিকার শতবর্ষী আসরে পাওয়ার বিকল্প প্রস্তাবও দিয়েছিল। তবে তাকে এজন্য না ছাড়ার বিষয়ে ক্লাবের যুক্তিটাও বুঝতে পেরেছে। দুটি আসরেই খেলার জন্য খেলোয়াড়ের চেষ্টাকে স্বাগত জানায় সিবিএফ। ফিফার নিয়ম অনুযায়ী, ফিফা আয়োজিত যেকোন প্রতিযোগিতার জন্য খেলোয়াড়দের ছেড়ে দিতে বাধ্য থাকে ক্লাবগুলো। কিন্তু অলিম্পিক ফিফা আয়োজিত কোন প্রতিযোগিতা নয়। এটা আন্তর্জাতিক ম্যাচের স্বীকৃতিও পায় না। মূলত অনুর্ধ-২৩ দলের খেলোয়াড়দের নিয়েই আয়োজিত হয় অলিম্পিক ফুটবল। প্রতি দলে ২৩ বছরের বেশি বয়সী খেলোয়াড় থাকতে পারে মাত্র তিনজন। ২৪ বছর বয়সী নেইমার হবেন ব্রাজিলের সেই তিন খেলোয়াড়ের একজন। ফলে বার্সিলোনা যদি অলিম্পিকের জন্য নেইমারকে না ছাড়ে, তাহলে আইনত কিছু করার থাকে না ব্রাজিলের। আর তাই, দ্বিপক্ষীয় সমঝোতার মধ্য দিয়েই ব্যাপারটির মীমাংসা করেছে ব্রাজিল ও বার্সিলোনা। যুক্তরাষ্ট্রে এবার কোপা আমেরিকার শততম বার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে। এজন্যই প্রতিটি দেশ টুর্নামেন্টটিকে স্মরণীয় করে রাখার জন্য নিজেদের যথাসম্ভব শক্তিশালী করেই মাঠে নামতে চায়। আগামী ৩ থেকে ২১ আগস্ট ব্রাজিলের রিওতে বসছে অলিম্পিকের আসর ও কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে ৩ থেকে ২৬ জুন। অলিম্পিক ফুটবলে ‘এ’ গ্রুপে ব্রাজিলের প্রতিপক্ষ ডেনমার্ক, দক্ষিণ আফ্রিকা ও ইরাক। ৪ আগস্ট দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হবে স্বাগতিকদের অলিম্পিক মিশন। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের অলিম্পিক ফুটবলে সেরা সাফল্য ১৯৮৪, ১৯৮৮ ও ২০১২ সালে রৌপ্যপদক জয়। লন্ডন ২০১২ অলিম্পিকে নেইমার, অস্কার, হাল্ক, থিয়াগো সিলভা, মার্সেলোদের নিয়ে গড়া শক্তিশালী ব্রাজিল দল ফাইনালে মেক্সিকোর কাছে ২-১ গোলে হার মেনেছিল। এবার নিজ দেশে বন্ধ্যত্ব ঘোচানোর মিশন নেইমারদের।
×