ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মহতী উদ্যোগে মুখোমুখি মরিনহো রানিয়েরি

প্রকাশিত: ০৬:৪৫, ২১ এপ্রিল ২০১৬

মহতী উদ্যোগে মুখোমুখি মরিনহো রানিয়েরি

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ৫ জুন ইউনিসেফের তহবিল সংগ্রহের লক্ষ্যে একটি চ্যারিটি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে ইংল্যান্ড ও অবশিষ্ট বিশ্ব একাদশ। ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচের জন্য ইংল্যান্ড কোচের দায়িত্ব দেয়া হয়েছে বর্তমানে বেকার থাকা জোশে মরিনহোকে। আর অবশিষ্ট বিশ্ব একাদশের কোচের দায়িত্ব পালন করবেন ইংলিশ প্রিমিয়ার লীগে লিচেস্টার সিটিকে রূপকথার সাফল্য এনে দেয়া ক্লাউডিও রানিয়েরি। গত মৌসুমে মরিনহোর অধীনে ইংলিশ প্রিমিয়ার লীগে চ্যাম্পিয়ন হয়েছিল চেলসি। কিন্তু এবার শুরু থেকে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে খেতে ক্ষুব্ধ ব্লুজ কর্তৃপক্ষ মৌসুমের মাঝপথেই বিদায় করে দিয়েছে পর্তুগীজ লৌহমানবকে। সেই থেকে বেকার মরিনহো ফুটবল মাঠে ফেরার সুযোগ পেয়ে যেন হাঁফ ছেড়ে বেঁচেছেন! চ্যারিটি ম্যাচটিতে সহকারী হিসেবে সান্ডারল্যান্ডের কোচ স্যাম এ্যালারডাইসকে পেয়েও তিনি দারুণ খুশি। ২০১৪ সালে মরিনহোর অধীনে অবশিষ্ট বিশ্ব একাদশ ৪-২ গোলে হারিয়ে দিয়েছিল ইংল্যান্ডকে। এবার ইংল্যান্ড কোচ হিসেবে সাফল্যের প্রত্যয় মরিনহোর কণ্ঠে। সাবেক রিয়াল মাদ্রিদ কোচ বলেন, আমি প্রথম ব্যক্তি হিসেবে ইংল্যান্ড আর অবশিষ্ট বিশ্ব একাদশ দুই দলের হয়েই সকার এইড ট্রফি জিততে চাই। স্যাম (এ্যালারডাইস) আর আমি মিলে দারুণ একটা জুটি গড়ে তুলতে পারব। ক্লডিওকে (রানিয়েরি) হারাতে পারলে দারুণ লাগবে! ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত চেলসির কোচের দায়িত্বে থাকা রানিয়েরির অধীনে এবার চমক দেখিয়ে চলেছে লিচেস্টার সিটি। অনেক কম বাজেটের দল নিয়েও ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপা জয়ের দোরগোড়ায় দলটি। চ্যারিটি ম্যাচটির অন্যতম আয়োজক ব্রিটিশ পপতারকা ও সকার এইডের সহপ্রতিষ্ঠাতা রোবি উইলিয়ামস। তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রানিয়েরি বলেন, সকার ইভেন্ট একটা দুর্দান্ত প্রতিযোগিতা। শিশুদের দাতব্য প্রতিষ্ঠান ইউনিসেফের তহবিল সংগ্রহের চেয়ে মহৎ আর কিছুই হতে পারে না। সকার এইডের দশম বার্ষিকীতে অবশিষ্ট বিশ্ব একাদশের কোচ হতে রোবি ফাউলার অনুরোধ জানিয়েছেন আমাকে। এজন্য আমি ভীষণ সম্মানিত বোধ করছি।
×