ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যৌথ প্রযোজনার চলচ্চিত্রে মিষ্টি জান্নাত

প্রকাশিত: ০৩:৫৬, ২১ এপ্রিল ২০১৬

যৌথ প্রযোজনার চলচ্চিত্রে মিষ্টি জান্নাত

স্টাফ রিপোর্টার ॥ যৌথ প্রযোজনার চলচ্চিত্রের ভাল-মন্দ বিষয়ে হরহামেশাই আলোচনা হচ্ছে। এতে বাংলাদেশের চলচ্চিত্রের কতটা ভাল হচ্ছে সে নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তারপরেও বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান যৌথ প্রযোজনার নামে চলচ্চিত্র নির্মাণ করেই যাচ্ছেন। এ ক্ষেত্রে সবচেয়ে বড় অভিযোগ যৌথ প্রযোজনার চলচ্চিত্রে বাংলাদেশের চেয়ে ওপার বাংলার শিল্পীদের বেশি প্রাধান্য দেয়া। তবে এ বিষয়ে সংশ্লিষ্টরা নির্দিষ্ট যুক্তি দেখাতে পারেননি। চলছে চলচ্চিত্র নির্মাণ। এই যখন অবস্থা তখন ‘তুই আমার রানী’ নামের একটি যৌথ প্রযোজনার চলচ্চিত্রে এবার অভিনয় করতে যাচ্ছেন সম্ভাবনাময় অভিনেত্রী মিষ্টি জান্নাত। চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করবেন বাংলাদেশের সজল আহমেদ এবং ভারতের পীযূষ সাহা। চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশের হ্যাভেন মাল্টিমিডিয়া ও ভারতের প্রিন্স এন্টারটেইনমেন্ট পি-৪। এতে অভিনেত্রী মিষ্টির বিপরীতে থাকছেন কলকাতার সূর্য। মিষ্টি-সূর্য ছাড়াও ‘তুই আমার রানী’ চলচ্চিত্রে অভিনয় করছেন ভারতের রাজেশ শর্মা, সুপ্রিয় দত্ত, দোলন, কাঞ্চন। অন্যদিকে বাংলাদেশের আবু হেনা রনি, সজল, রেবেকা রউফসহ বেশ কয়েকজনের অভিনয় করার কথা রয়েছে। চলচ্চিত্রের কাহিনী লিখেছেন ভারতের পীযূষ সাহা। এতে প্রীতমের সঙ্গীতায়োজনে গানগুলোতে কণ্ঠ দেবেন শান, অরিজিৎ সিং, আসিফ আকবর, পুলক, জুবিন গার্গ প্রমুখ। জানা গেছে মিষ্টি জান্নাতের এই নতুন মিশন শুরু হবে আগামীকাল শুক্রবার থেকে। ভারতের রামুজি ফিল্ম সিটিতে চলচ্চিত্রটির শূটিং চলবে আগামী ৯ মে পর্যন্ত। এরপর বাংলাদেশে চলচ্চিত্রটির শূটিং হবে ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত। নতুন কাজ প্রসঙ্গে সম্পর্কে এমনটাই জানিয়েছেন মিষ্টি জান্নাত। এতে দেখা যাবে- ঘরের ভাত খেয়ে বনের মোষ তাড়ানো হরিদেবপুরের সমাজ হিতেষী নেতা রাজা। সমাজসেবার পাশাপাশি হঠাৎ যে কারও প্রেমে পড়ার অভ্যাস তার।
×