ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মিয়ানমারের নববর্ষ উপলক্ষে ভাষণ

গণতান্ত্রিক ফেডারেল ইউনিয়ন গঠনের প্রতিশ্রুতি সুচির

প্রকাশিত: ০৪:১৮, ২০ এপ্রিল ২০১৬

গণতান্ত্রিক ফেডারেল ইউনিয়ন গঠনের প্রতিশ্রুতি সুচির

মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা আউং সান সুচি দেশটির জাতিগত সংখ্যালঘুদেরসহ একটি গণতান্ত্রিক ফেডারেল ইউনিয়ন গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে তিনি নির্দিষ্ট কোন গ্রুপের নাম উল্লেখ করেননি। তিনি বলেছেন, জাতিগত সংঘাত নিরসনের ওপরই নির্ভর করছে মিয়ানমারের সাফল্য। মিয়ানমারের নববর্ষ উপলক্ষে সোমবার টেলিভিশনে দেয়া এক ভাষণে সুচি এ কথা বলেন। খবর এএফপি ও ইয়াহু নিউজের। জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে বৈষম্য এবং বেশিরভাগ দেশহীন রোহিঙ্গাদের বিরুদ্ধে নিপীড়নমূলক নীতির অবসানে মিয়ানমারের প্রতি মার্কিন সরকারের একটি সংস্থার আহ্বানের পর ১৯৯১ সালে শান্তিতে নোবেল পুরস্কারজয়ী সুচি এ প্রতিশ্রুতি দিলেন। ১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকেই মিয়ানমার বিভিন্ন জাতিগত সংখ্যালঘু গ্রুপের বিদ্রোহের দ্বারা জর্জরিত। মিয়ানমারে সবচেয়ে শোচনীয় অবস্থার শিকার রোহিঙ্গা মুসলিমরা। তাদের বাংলাদেশ থেকে যাওয়া অবৈধ অভিবাসী হিসেবে দেখা হয়। এমনকি সুচির দলের কিছু সদস্য রোহিঙ্গাদের অবৈধ বলে মনে করেন। ১১ লাখ রোহিঙ্গার বিরুদ্ধে বৈষম্যের কথা অস্বীকার করে মিয়ানমার। এই রোহিঙ্গাদের বেশিরভাগই বর্ণবাদের মতো অবস্থায় বাস করছে। মানবাধিকারের আইকন হিসেবে সামাজিক মর্যাদা সত্ত্বেও সুচি রোহিঙ্গা ইস্যুতে সতর্ক পদক্ষেপ গ্রহণ করেন। ১ এপ্রিল সেনাশাসিত সরকারের কাছ থেকে সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ক্ষমতা বুঝে নেয়।
×