ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হ্যাটট্রিক হার- আকাশ থেকে মাটিতে বার্সিলোনা

প্রকাশিত: ০৬:৫০, ১৯ এপ্রিল ২০১৬

হ্যাটট্রিক হার- আকাশ থেকে মাটিতে বার্সিলোনা

স্পোর্টস রিপোর্টার ॥ গত এক যুগে যা ঘটেনি তাই ঘটে গেল। অবিশ্বাস্যভাবে যেন আকাশ থেকে পতন হয়েছে বার্সিলোনার। স্প্যানিশ পরাশক্তিরা স্প্যানিশ লা লিগায় টানা তিন ম্যাচে হারের তিক্ত স্বাদ পেয়েছে। যা ২০০৩ সালের পর এই প্রথম। অর্থাৎ ১৩ বছর পর স্প্যানিশ লীগে হ্যাটট্রিক হারের বেদনায় পুড়তে হলো কাতালানদের। রবিবার রাতে ঘরের মাঠ ন্যুক্যাম্পে ভ্যালেন্সিয়ার কাছে ২-১ গোলে হারের পর এই অগৌরবের কীর্তি গড়েছে বার্সিলোনা। সবমিলিয়ে লা লিগায় টানা চার ম্যাচ জয়হীন লুইস এনরিরকের দল। মেসি, নেইমার, সুয়ারেজদের পতন শুরু হয়েছে ২০ মার্চ ভিয়ারিয়ালের সঙ্গে ২-২ গোলে ড্র দিয়ে। এরপর মর্যাদার এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ, এরপর রিয়াল সোসিয়েদাদ ও সবশেষ ভ্যালেন্সিয়ার কাছে মাথা নিচু করতে মাঠ ছাড়তে হয়েছে আসরের বর্তমান চ্যাম্পিয়নদের। বার্সার টানা এই অধঃপতনে সত্যিকার অর্থেই জমজমাট হয়ে উঠেছে শিরোপা লড়াই। পরশু রাতে এ্যাটলেটিকো মাদ্রিদ ৩-০ গোলে গ্রানাডাকে হারিয়ে বার্সার পাশে নাম লিখিয়েছে। দিয়াগো সিমিওনের দলের হয়ে গোলগুলো করেন কোকে, ফার্নান্ডো টোরেস ও বদলি হিসেবে নাম এ্যাঞ্জেল কোরেরা। এখন ৩৩ ম্যাচ শেষে বার্সা ও এ্যাটলেটিকো দু’দলেরই পয়েন্ট সমান ৭৬ করে। তবে গোল গড়ে এগিয়ে আছে কাতালানরা। ৭৫ পয়েন্ট নিয়ে দু’দলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ। অবশ্য বার্সা ও এ্যাটলেটিকো দু’দলের চেয়েই গোল ব্যবধানে অনেক এগিয়ে আছে জিনেদিন জিদানের দল। কিছুদিন আগেও ধারণা করা হচ্ছিল, একতরফা ভাবে এবারও শিরোপা জিততে চলেছে বার্সা। কেননা এ্যাটলেটিকো ও রিয়ালের চেয়ে তারা এগিয়ে ছিল যথাক্রমে ১০ ও ১১ পয়েন্টে। অথচ বিস্ময়করভাবে সেই বার্সাই এখন রীতিমতো বিধ্বস্ত অবস্থায়। এ যেন উড়তে উড়তে আকাশ থেকে পতন। বার্সার সেরা তারকা লিওনেল মেসির গোলখরা নিয়ে বেশ শোরগোল উঠেছিল চারিদিকে। টানা পাঁচ ম্যাচে কোন গোলের দেখা পাননি এই আর্জেন্টাইন তারকা। ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে মেসি অবশ্য কাটাতে পেরেছেন এই গোলখরা। দ্বিতীয়ার্ধে একটি গোল করে পূর্ণ করেছেন ক্লাব ও জাতীয় দলের হয়ে ৫০০ গোলের মাইলফলক। কিন্তু ততক্ষণে সর্বনাশ যা হওয়ার, তা হয়ে গেছে। দল হারায় তার এ অর্জন বিষাদে পরিণত হয়েছে। ম্যাচের ২৬ মিনিটে ক্রোয়েশিয়ান মিডফিল্ডার ইভান রাকিটিচের পায়ে লেগে বল জড়িয়ে যায় বার্সার জালে। আত্মঘাতী এই গোলের সুবাদেই ১-০ গোলে এগিয়ে যায় অতিথি ভ্যালেন্সিয়া। প্রথমার্ধ শেষ হওয়ার আগমুহূর্তে বার্সার জালে আরেকবার বল জড়িয়ে দেন ভ্যালেন্সিয়ার ফরোয়ার্ড সান্টি মিনা। বিরতির পর আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচ উপভোগ্য হয়ে উঠে। অবশেষে ৬৩ মিনিটে বার্সিলোনার পক্ষে একটি গোল করে ব্যবধান কমান মেসি। এরপর বাকি সময়ে প্রাণান্ত চেষ্টা করেও গোলের দেখা না পাওয়ায় হারের বেদনা নিয়েই মাঠ ছাড়তে হয় এনরিকের দলকে। অব্যাহত হতাশার মাঝেও এখনও বেশ আত্মবিশ্বাসী বার্সা কোচ লুইস এনরিকে। ম্যাচ শেষে তিনি বলেন, অবশ্যই আমরা আমাদের বাকি পাঁচ ম্যাচ জিতেই লা লিগার শিরোপা ঘরে তুলব। এই মুহূর্তে, এমন পরিস্থিতিতে লীগের শেষ পাঁচ ম্যাচ জিতে শিরোপা ঘরে নিয়ে আসার ক্ষমতা যদি কোন দলের থেকে থাকে, সেটা বার্সিলোনারই আছে। দলের সম্প্রতি ব্যর্থতা প্রসঙ্গে এনরিকে বলেন, আমার মনে হয় দলের খেলোয়াড়দের সমালোচনা করার কোনই কারণ নেই। তারা পরিস্থিতি অনুযায়ীই খেলেছে। কিন্তু সমস্যা হলো, ভাগ্য একেবারেই আমাদের সঙ্গে নেই। আমাদের গোল পাওয়ার প্রয়োজন ছিল। আমরা পেয়েছিও। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার একটি হয়েছে ভুল প্রান্তে। রাকিটিচের আত্মঘাতী গোলটিকেই স্মরণ করেন তিনি। ভ্যালেন্সিয়ার পারফর্মেন্সের চেয়ে নিজেদের দুর্ভাগ্য সামনে এনে বার্সা বস বলেন, তারা আমাদের চেয়ে এগিয়ে ছিল বটে, কিন্তু আমাদের চেয়ে ভাল ফুটবল খেলেনি। আমি মনে করতে পারছি না, শেষ কবে আমি কোন দলকে বার্সিলোনার মতো দুর্ভাগ্য বরণ করতে দেখেছি। আমাদের খেলোয়াড়েরা সবই করেছে, কিন্তু জেতার জন্য প্রয়োজনীয় গোলটিই করতে পারেনি।
×