ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারি শিল্প স্থাপনে আশার আলো

উত্তরাঞ্চলে খনিজ সম্পদের সন্ধান লাভ

প্রকাশিত: ০৬:৪১, ১৯ এপ্রিল ২০১৬

উত্তরাঞ্চলে খনিজ সম্পদের সন্ধান লাভ

বিশ্বজিৎ মনি, নওগাঁ ॥ দেশের উত্তরাঞ্চলে মাটির নিচে থাকা খনিজ সম্পদের সন্ধান মিলেছে। এই সম্পদের আশায় নতুন নতুন এলাকায় চলছে অনুসন্ধানী খনন কাজ। আর এসব খনিজ সম্পদের সন্ধান পাওয়ায় এ অঞ্চলে ভারি শিল্প স্থাপনে ব্যাপক আশার আলো জাগিয়েছে। উত্তরের নওগাঁ জেলার বদলগাছী উপজেলার বিলাসবাড়ি ইউনিয়নের তাজপুর মৌজায় ভূ-গর্ভস্থ খনিজ সম্পদের সন্ধান পেয়ে সেখানে খনন কাজ দ্রুত এগিয়ে চলেছে। সেখানে মূল্যবান খনিজ সম্পদ যে মিলবে তা নিশ্চিত হয়েই খনন কাজ চালানো হচ্ছে। তার আলামত ইতোমধ্যেই খননকারীদের কাছে সুস্পষ্ট হয়ে উঠেছে। গত ১৮ ফেব্রুয়ারি এখানে খনন কাজ উদ্বোধন করা হয়। সোমবার পর্যন্ত ২ হাজার ১৭০ ফুট খনন কাজ করা হয়েছে বলে সেখানে দায়িত্বরত উপ-পরিচালক (ড্রিলিং প্রকৌশল) মোঃ মাসুদ রানা নিশ্চিত করেন। তিনি বলেন, সামান্য দূরত্বে উত্তরে জয়পুরহাট জেলার জামালগঞ্জ, ভাদসা ও নওগাঁর বিলাসবাড়িতে এই খনন কাজ চলছে। ভূ-তাত্ত্বিক গঠনের দিক দিয়ে জামালগঞ্জে ৩ হাজার ৮০০ ফুটের মধ্যে কয়লার সন্ধান মিলেছে। সে তুলনায় নওগাঁ অঞ্চলে আরও গভীরে এই খনিজ সম্পদের সন্ধান মিলবে বলে দাবি করেন তিনি। সোমবার সরেজমিনে তাজপুর প্রকল্প এলাকায় গিয়ে চোখে পড়ে ৮/১০জন কর্মী খনন কাজ চালিয়ে যাচ্ছে। সেখানে অবস্থানরত প্রকল্পের সহকারী পরিচালক (ভূ-তত্ত্ব¡) মোহাম্মদ মাসুম ও উপ-পরিচালক (ড্রিলিং প্রকৌশল) মোঃ মাসুদ রানা জানান, বিগত ১৯৬২ থেকে ১৯৬৫ সালের এক জরিপে জামালগঞ্জে কয়লার সন্ধান পাওয়া যায়। ১৬ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ১১৫ কোটি টন কয়লা মজুদ রয়েছে ভূ-গর্ভে। আর প্রকৃতিগত কারণেই এই কয়লার স্তরে স্তরে রয়েছে মিথেন গ্যাস। একই সময় নওগাঁর পতœীতলায় ভূ-গর্ভে সন্ধান মেলে চিনামাটির। এদিকে বিলাসবাড়িতে ভূগর্ভস্থ সম্পদ পাওয়া যাবে, তবে কি ধরনের সম্পদ মিলবে তা এখনও নিশ্চিত করে তারা বলতে পারছেন না। তবে আগামী এক সপ্তাহের মধ্যে তা জানা যাবে বলে তারা আশ্বস্ত করেছেন। তাদের মতে, এখানে কয়লা, সাদামাটি বা চুনাপাথর পাওয়া যেতে পারে। তারা আরও বলেন, তিলকপুর, আক্কেলপুর ও বদলগাছী এলাকায় যখন জরিপ কাজ চলছিল, তখন বদলগাছীর এই তাজপুরকেই কেন্দ্র বিন্দু হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তাদের মতে, মাটির নিচে আদিশিলা পর্যন্ত খনন করলেই জানা যাবে এখানে কি সম্পদ রয়েছে। ভূগর্ভে আদিশিলাই হলো শেষ সীমানা। আমরা আদিশিলা পর্যন্ত খননের চেষ্টা করছি বলে জানান তারা। এদিকে তাজপুর মৌজায় এক বিঘারও অধিক এলাকা জুড়ে চলছে খনন কাজ। দিন-রাত চলছে এই খনন কার্যক্রম। বর্তমানে ড্রিলিং চলছে।
×