ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যাপিত ডেস্ক;###;মডেল : সুমাইয়া সিমা;###;পোশাক : ফ্রিডম

সঠিক মাত্রায় মেকআপ

প্রকাশিত: ০৮:১৮, ১৮ এপ্রিল ২০১৬

সঠিক মাত্রায় মেকআপ

মেকআপ ট্রিকস- মর্নিং মেকআপ, ইভিনিং মেকআপ। কোন ত্বকে কি রকম মেকআপ, খুঁত ঢাকতে মেকআপ, সারাদিনের মেকআপ নিয়ে সহজ কিছু পরামর্শ। * ডে টু নাইট মেকআপ- সব সময় মেকআপ সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। এবার সেটা পার্টি মেকআপ হোক কিংবা প্রতিদিনের সাজই হোক, জেনে নিন হালের কয়েকটি মেকআপের কৌশল * সাজের সঠিক কৌশল- কিভাবে মেকআপের ব্যালেন্স বজায় রাখা যায় জেনে নিন। * ফাইন টাচ- সুন্দর মেকআপের মূল কথাই হলো প্রতিটি অংশের মধ্যে যথাযথ সামঞ্জস্য বজায় রাখা * দীর্ঘস্থায়ী মেকআপ- মেকআপ কিভাবে দীর্ঘস্থায়ী করা যায় তার সঠিক কৌশল জানুন। * ওয়াটার গ্রুফ মেকআপ- বর্ষার সময় বৃষ্টির ছটায় কিংবা ভ্যাপসা গরমে অতিরিক্ত ঘেমে নষ্ট হয়ে যেতে পারে আপনার মেকআপ। তাই মেকআপ নিতে হবে সম্পূর্ণ ওয়াটার প্রুফ প্রোডাক্ট দিয়ে। এতে দীর্ঘ সময় ধরে ভাল রাখা যায় মেকআপ। * মিনারেল মেকআপ- গরমে ত্বকের জন্য উপযুক্ত হালকা ও ফ্রেশ মিনারেল মেকআপ * মেকআপ মিথস- ব্লাশার, আইলাইনার, লিপগ্লস, লিপস্টিক-ব্যবহার করার বিশেষ টিপস * মনসুন মেকআপ- ভারি মেকআপের চেয়ে হালকা মেকআপই বর্ষার সময়ের জন্য উপযুক্ত * শীতে সাজুন সানন্দে- শীতকালটা সাজগোজের জন্য আরামদায়ক ঋতু। এ সময়ে আবহাওয়া ঠা-া থাকে বলে স্বস্তিমত মেকআপ করা যায়। ত্বকের শুষ্কতাই এই ঋতুর প্রধান সমস্যা। এই বিষয়টা মাথায় রেখেই করতে হবে রূপ সজ্জা। * নিজেই করুন পার্টি মেকআপ- একটু সময় হাতে নিয়ে নিজেই করে নিন পার্টি মেকআপ। ঘরে বসে কিভাবে পার্টি সাজ নিজেই করবেন জেনে নিন। *ঝটপট সেজে নিন- বর্তমানে নারীকে ঘরে বাইরে সব দিকে সামাল দিতে হয়। তাই প্রসাধনের পেছনে সারাদিন ব্যয় করা তাদের পক্ষে সম্ভব নয়। অল্প সময়ে চট জলদি সাজের কিছু টিপস। * মেকআপ তোলার নিয়ম- মেকআপ করার পর জরুরি হলো ঠিকমতো তুলে নেয়া। মেকআপ যেমন যতœ নিয়ে করতে হয়, তেমনি তুলতেও হয় যতœ নিয়ে। ঠিকমতো মেকআপ না তুললে হতে পারে ব্রণসহ নানা সমস্যা। জেনে নিন সঠিকভাবে মেকআপ তোলার নিয়ম। * মেকআপ কিটের যতœ- যথাযথভাবে কসমেটিকস ব্যবহার করুন। কসমেটিকস ব্যবহারের পর কিভাবে কসমেটিকস এর যতœ নেবেন জেনে নিন তার কিছু টিপস। * লিপ কেয়ার- ঠোঁটের সৌন্দর্য ধরে রাখার জন্য নিয়মিত নিতে হবে ঠোঁটে বিশেষ যতœ। জেনে নিন লিপগ্লজ বা লিপস্টিক ব্যবহারের সঠিক পদ্ধতি। * সানস্ক্রিন কেন জরুরি- প্রখর গরমেও উজ্জ্বল থাকার জন্য সানস্ক্রিন। সানস্ক্রিন বিশেষ সান প্রটেকশন ফরমুলায় তৈরি, ফলে সূর্যের ক্ষতিকর রশ্মির প্রভাব থেকে ত্বককে বিশেষভাবে রক্ষা করে। * ময়েশ্চারাইজার- মসৃণ ও নরম ত্বকের জাদুকাঠি ময়েশ্চারাইজার। সুন্দর ও কোমল ত্বকের জন্য ময়েশ্চারাইজিং একান্ত জরুরি। কোন ত্বকে কি রকম ময়েশ্চারাইজার ভাল, জেনে নিন ব্যবহার ও উপকারিতা। * কাজলেই হয়ে উঠুন অনন্যা- চোখ জোড়াকে আকর্ষণীয় মায়াময় করে তোলা যায় সামান্য একটু কাজলের ছোঁয়ায়। তবে পরিবেশ, বয়স ও পোশাক অনুযায়ী কাজলের ব্যবহার সঠিক হতে হবে। না হলে পুরো সাজটাই মাটি। জেনে নিন চোখ অনুযায়ী কাজলের সঠিক ব্যবহার। * চোখের যতœ- চোখের চারপাশের ত্বক খুবই স্পর্শকাতর, সচেতন থাকুন ও বিশেষ যতœ নিন এই সেনসেটিভ অংশের। অনেক সময় অবহেলা অযতেœর কারণে দেখা দেয় চোখের চারপাশে কুঁচকানো ত্বক ও বলিরেখা। কিভাবে পাবেন ডার্ক, সার্কলসহীন অভিব্যক্তিতে পূর্ণ কোমল দুই চোখ, রইল তা নিয়ে একটি বিশেষ আলোচনা।
×