ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হঠাৎ বেড়েছে সব ধরনের রডের দাম

প্রকাশিত: ০৪:২৫, ১৮ এপ্রিল ২০১৬

হঠাৎ বেড়েছে সব ধরনের রডের দাম

অর্থনৈতিক রিপোর্টার ॥ দীর্ঘদিন নিম্নগামী থাকার পর বেড়েছে সব ধরনের ইস্পাতের দাম। এক মাসের ব্যবধানে প্রতি টন রডে বেড়েছে প্রায় ৮ থেকে ১০ হাজার টাকা। হঠাৎ করে দাম বাড়ার কারণ জানা নেই ব্যবসায়ীদের। আর এর ফলে বিক্রিও কমে গেছে বলে অভিযোগ তাদের। তবে রডের কাঁচামালের দাম বেড়ে যাওয়াকে দায়ী করছে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। কংক্রিটের যে কোন নির্মাণ সামগ্রীতে ইস্পাত ব্যবহারের বিকল্প নেই। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে রড। তবে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যের দাম এক মাসের ব্যবধানে, কোম্পানিভেদে প্রতি টনে প্রায় আট থেকে ১০ হাজার টাকা বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, দাম বাড়ার পেছনের প্রকৃত কারণ জানা নেই তাদের।
×