ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের শেয়ার বিওতে জমা

প্রকাশিত: ০৪:২২, ১৮ এপ্রিল ২০১৬

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের শেয়ার বিওতে জমা

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের শেয়ার বিওতে জমা অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) লটারিতে বরাদ্দ পাওয়া শেয়ার বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) এ্যাকাউন্টে পাঠিয়েছে বীমা খাতের বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আইপিওর শেয়ার রবিবার বিনিয়োগকারীদের নিজ নিজ বিও হিসাবে সিডিবিএলের মাধ্যমে জমা হয়েছে। এর আগে গত ২০ মার্চ আইপিও লটারির ড্র প্রক্রিয়া সম্পন্ন করে কোম্পানিটি। উল অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) লটারিতে বরাদ্দ পাওয়া শেয়ার বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) এ্যাকাউন্টে পাঠিয়েছে বীমা খাতের বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আইপিওর শেয়ার রবিবার বিনিয়োগকারীদের নিজ নিজ বিও হিসাবে সিডিবিএলের মাধ্যমে জমা হয়েছে। এর আগে গত ২০ মার্চ আইপিও লটারির ড্র প্রক্রিয়া সম্পন্ন করে কোম্পানিটি। উল্লেখ্য, আইপিওর মাধ্যমে ১০ টাকা মূল্যের ১ কোটি ৭৭ লাখ সাধারণ শেয়ার ইস্যু করে মোট ১৭ কোটি ৭০ লাখ টাকা উত্তোলন করে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স। উত্তোলিত টাকা থেকে কোম্পানিটি এফডিআরে বিনিয়োগ, ট্রেজারি বন্ড ও প্রাথমিক গণপ্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে কোম্পানিটি।
×