ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সব ধরনের সূচক কমল

প্রকাশিত: ০৪:২২, ১৮ এপ্রিল ২০১৬

পুঁজিবাজারে সব ধরনের সূচক কমল

অর্থনৈতিক রিপোর্টার ॥ নতুন বছরের প্রথম কার্যদিবসে প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির মিল খুঁজে পাননি সাধারণ বিনিয়োগকারীরা। প্রথম কার্যদিবসেই দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে কমেছে সব ধরনের সূচক ও লেনদেন। সেই সঙ্গে কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর। ফলে হতাশ হয়ে পড়েছেন বিনিয়োগকারীরা। বাজার পরিস্থিতি নিয়ে কথা বললে বিনিয়োগকারী ঐক্য পরিষদের নেতা শাহাদাত হোসেন ফিরোজ বলেন, দীর্ঘ ৬ বছর ধরে প্রতি বছরই আমাদের স্বপ্নগুলো বিবর্ণ হচ্ছে। ভেবেছিলাম এই বছর হয়ত আমাদের প্রত্যাশা পূরণ হবে। কিন্তু এবারও আমাদের স্বপ্ন স্বপ্নই থেকে গেল। বাজারের এমন পরিস্থিতি চলতে থাকলে বিনিয়োগকারীদের অবস্থা আরও করুন হবে বলে তিনি উল্লেখ করেন। তার মতো হতাশার কথা জানান আরও অনেক বিনিয়োগকারী। এদিকে রবিবারের বাজার বিশ্লেষণ করলে দেখা যায়, দিনটিতে ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩১৬টি কো¤পানির ৮ কোটি ৩৩ লাখ ৯৫ হাজার ৮৯২টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ৩১৬ কোটি ৩২ লাখ ৩৮ হাজার ৭১৫ টাকা, যা আগের দিনের চেয়ে ৭৩ কোটি ৭৫ লাখ টাকা কম। ডিএসইর প্রধান সূচক আগের কার্যদিবসের চেয়ে ১৫.৩০ পয়েন্ট কমে ৪ হাজার ৩৯৩.৩৪ পয়েন্ট, ডিএস-৩০ মূল্যসূচক ১০.১২ পয়েন্ট কমে ১ হাজার ৬৭৩.২৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক পয়েন্ট ১.৬৮ কমে ১ হাজার ৬৪.৩১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনে অংশ নেয়া মোট ৩১৬টি কো¤পানির মধ্যে দাম বেড়েছে ৯১টির, কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানির শেয়ার। অন্যদিকে লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি প্রতিষ্ঠান হলো যমুনা অয়েল, আমান ফিডস, ইবনে সিনা, ডরিন পাওয়ার, পাওয়ারগ্রিড, যমুনা ব্যাংক, বিএসআরএম স্টিল, এমজেএল বিডি, লঙ্কাবাংলা ফাইন্যান্স ও কেয়া কসমেটিকস। আর দর বৃদ্ধির শীর্ষে থাকা প্রধান ১০টি প্রতিষ্ঠান হলোÑ আইএফআইসি ১ম মি. ফা., ইন্টার ন্যাশনাল রিজিং, এমবি ফার্মা, মুন্ন স্টাফলার, বঙ্গজ, ইবনে সিনা, ডরিন পাওয়ার, যমুনা ব্যাংক ও এমারেল্ড অয়েল। একইভাবে দাম কমার শীর্ষে প্রধান ১০টি প্রতিষ্ঠান হলো :- আইসিবি ১ম এনআরবি, ট্রাস্ট ব্যাংক, আরডি ফুড, সোনারবাংলা ইন্স্যুরেন্স, শ্যামপুর সুগার, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, পপুলার ১ম মি. ফা., অরিয়ন ইনফিউশন, ড্রাগন সোয়েটার ও গোল্ডেন হারভেস্ট।
×