ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রধান নির্বাচক ইনজামাম

প্রকাশিত: ০৬:৪২, ১৭ এপ্রিল ২০১৬

প্রধান নির্বাচক ইনজামাম

স্পোর্টস রিপোর্টার ॥ পাকিস্তান ক্রিকেটে চলছে পটপরিবর্তন। বিশেষ করে প্রশাসনের ভেতরে। ওয়াকার ইউনুস সরে যাওয়ায় এরই মধ্যে ডিন জোন্সকে কোচ করার বিষয়টি অনেক দূর এগিয়ে গেছে। ভেঙ্গে দেয়া হয়েছে বোর্ডের (পিসিবি) পুরনো নির্বাচক কমিটি (হারুন রশীদ)। সেখানে সাবেক স্পিনার ইকবাল কাশিমের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত আরেক সাবেক তারকা ইনজামাম-উল হকের সঙ্গে নাকি পিসিবির কথা চূড়ান্ত হয়ে গেছে। যদিও পিসিবি নয়, আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান সফিক স্টানিকজাইয়ের উদ্ধৃতি দিয়ে এ খবর প্রকাশিত হয়েছে। সাবেক পাকিস্তান অধিনায়ক ইনজামাম বর্তমানে আফগানদের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। শীঘ্রই তার চুক্তির মেয়াদ শেষ হবে। ‘আজ সকালেই পিসিবি প্রধান শাহরিয়ার আমাকে ফোন করেছিলেন। তিনি চাইছেন আমরা যেন ইনজামামকে ছেড়ে দেই। আমি সম্মতি দিয়েছি। কারণ সে পাকিস্তানের একজন জীবন্ত কিংবদন্তি। দেশটির মানুষের তার প্রতি অসীম ভালবাসা। আমরাও চাই সে তার দেশের হয়ে কাজ করুক।’ শনিবার সংবাদ মাধ্যমকে বলেন স্টানিকজাই। সদ্য বিদায়ী কোচ ওয়াকার পিসিবির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। ৪৬ বছর বয়সী ইনজামাম ১৯৯২ থেকে ২০০৭ পর্যন্ত পাকিস্তানের হয়ে ১২০ টেস্ট, ৩৭৮ ওয়ানডে ও একটি টি২০ খেলেছেন। সঙ্গে ৩১ টেস্ট ও ৮৭ ওয়ানডেতে অধিনায়কের দায়িত্ব পালন করেন। অবসরের পর একবার জাতীয় দলের ব্যাটিং উপদেষ্টাও হয়েছিলেন।
×