ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঘরোয়া ক্রিকেট লীগে এবার শেখ জামালকে চ্যাম্পিয়ন করাতে পারবেন?

মাহমুদুল্লাহর নতুন চ্যালেঞ্জ

প্রকাশিত: ০৬:৩০, ১৩ এপ্রিল ২০১৬

মাহমুদুল্লাহর নতুন চ্যালেঞ্জ

স্পোর্টস রিপোর্টার ॥ দারুণ ফর্মে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এ জন্য ‘প্লেয়ার্স বাই চয়েস’ সবচেয়ে কাক্সিক্ষত ক্রিকেটারটি ছিলেন মাহমুদুল্লাহই। শেখ জামাল শুরুতে আইকন ক্রিকেটারদের মধ্যে একজনকে দলে নেয়ার সুযোগ পেয়ে কোনভাবেই তা হারাননি। মাহমুদুল্লাহর নামটি বলে দিয়েছে। মাহমুদুল্লাহ আবার ঢাকা লীগেও দুর্দান্ত খেলেন। গত আসরে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে শিরোপা এনে দিয়েছেন। এবার কী তাহলে শেখ জামালকে চ্যাম্পিয়ন করাতে পারবেন? সেই প্রশ্নও উঠছে। মাহমুদুল্লাহর নেতৃত্ব ভাগ্যও যে দারুণ। বিপিএলে রানার্সআপ দলের অধিনায়কও। শেখ জামালকে চ্যাম্পিয়ন করানোর বিষয়ে নিশ্চিত করে কিছু না বললেও চেষ্টার যে কোন কমতি করবেন না, তা সবারই জানা। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে ক্রিকেটার দলে ভেড়ানোর কাজ শেষ। এবার ২২ এপ্রিল থেকে দলগুলোর শিরোপা জয়ের মিশনে নামার পালা। সেই মিশনে নামার আগে দলগুলোর ক্রিকেটাররা অনুশীলনও শুরু করে দিয়েছেন। মাহমুদুল্লাহও মঙ্গলবার থেকে প্রস্তুত হওয়া শুরু করেছেন। প্রথমদিনের প্রস্তুতি নিয়েছেন। আর দলের সম্ভাবনা নিয়ে বলেছেন, ‘তরুণ দল। আমার মনে হয় এটা আমার জন্য চ্যালেঞ্জের এবং আমাদের ক্লাবের জন্যও। কিন্তু একই সময়ে এটা একটা বড় সুযোগ। তরুণ খেলোয়াড়দের নিয়েও খেলতে ভাল লাগে আমার। তারা চ্যালেঞ্জটা নিতেও পছন্দ করে। তো হোফফুলি মাঠে আমরা কতটা ভাল খেলছি, আমরা নিজেদের কিভাবে প্রেজেন্ট করছি, আমাদের এক্সিকিউশন লেভেলটা কেমন, এগুলো এখন অপেক্ষার বিষয়।’ শেখ জামালে এবার মাহমুদুল্লাহ ছাড়াও আছেন ঘরোয়া লীগে দুর্দান্ত ব্যাটিং করা মার্শাল আইয়ুব। আছেন মুক্তার আলী, জয়রাজ শেখ, শফিউল ইসলাম, নাজমুস সাদাত, জাবিদ হোসেন, রাসেল আল মামুন, মাহবুবুল করিম মিঠু, আব্দুর রহমান রনি, সোহাগ গাজী ও আরাফাত সানি। দল খুব আহামরি নয়। তবে নেতৃত্ব ভাল হলে, যে কোন দলই চ্যাম্পিয়ন হতে পারে। বিপিএলে যেমন ‘সাদা-মাটা’ দল নিয়ে কুমিল্লাকে চ্যাম্পিয়ন করান মাশরাফি। মাহমুদুল্লাহও সেই রকম ক্যারিশমা দেখিয়ে দিতেও পারেন। শেখ জামালের চাহিদা তো সেই রকমই। না হলে কী আর শুরুতেই মাহমুদুল্লাহকে নিয়ে নেয় দলটি। মাহমুদুল্লাহও এতে মহা খুশি, ‘ভাল লাগছে যে প্রথম কলটা আমার হয়েছে। শেখ জামালকে ধন্যবাদ।’ এ ভরসা শেখ জামাল করেছে গত দেড় বছরে মাহমুদুল্লাহর অসাধারণ পারফর্মেন্সে। দলগুলোর ভরসার শুরুতেই তার নামটি থাকাতেও আনন্দিত মাহমুদুল্লাহ, ‘সব সময় আমার চিন্তা থাকে, যেটা অনুভব করি দলের জন্য অবদান রাখা। ব্যাটিং-বোলিং ও ফিল্ডিং হোক চেষ্টাটা সব সময়ই থাকে। কিছু সময় পারি কিছু সময় হয় তো বা পারি না। কিন্তু সব সময়ই চেষ্টা করি দলের জন্য খেলতে।’ এবার লীগেও তাই করবেন মাহমুদুল্লাহ। এ জন্য বেশি বেশি পরিশ্রম করার পক্ষেও তিনি, ‘আমার মনে হয় আমার ওয়ার্ক এথিক, হার্ডওয়ার্ক, চেষ্টা করি আরও পরিশ্রম করতে এবং ইনশাল্লাহ যত দিন খেলব নিজেকে আরও ফিট রাখার চেষ্টা করব। বেশি বেশি করে পরিশ্রম করার চেষ্টা করব।’ এই পরিশ্রম করতে নামার আগে অবশ্য একটু রিল্যাক্সেই ছিলেন মাহমুদুল্লাহ। ২৬ মার্চ টি২০ বিশ্বকাপ মিশন শেষ হওয়ার পর যে দুই সপ্তাহের বেশি বিশ্রাম নিতে পেরেছেন। সেটিই সামনে তুলে ধরলেন, ‘হ্যাঁ কিছুটা রিল্যাক্স। কারণ গত কয়েক মাস আমরা খেলার মধ্যে ছিলাম। দুই সপ্তাহের একটা বিরতি ছিল। দুই সপ্তাহ পর আজ (মঙ্গলবার) আমি প্রথম অনুশীলন শুরু করলাম। সামনে যেহেতু প্রিমিয়ার লীগ, সামনে যেহেতু বেশ বিগ সিজন আছে, ফিট থাকতে হবে, ভাল খেলতে হবে।’ আর ভাল খেলতে থাকলে দলও ভাল পর্যায়েই যাবে। অবশ্য দিন শেষে জাতীয় দল নিয়েই সবার ভাবনা থাকে। আর সেই ভাবনায় দর্শকদের জন্যও কিছু বলার থাকে ক্রিকেটারদের। মাহমুদুল্লাহ তাই দর্শকদের উদ্দেশে বললেন, ‘একটাই কথা, আমরা অনেক সময় ব্যর্থ হই, কিন্তু তাদের (দর্শকদের) সাপোর্টটা সব সময়ই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যারা আছেন এবং যারা থাকবেন তাদের সাপোর্ট অনেক গুরুত্বপূর্ণ। আমরা বাংলাদেশকে সাফল্য এনে দিই। আমরা চেষ্টা করি ভাল খেলার। আবার ব্যর্থও হই। তবে তাদের সাপোর্ট যেন আমরা সব সময়ই পাই এই প্রত্যাশা থাকে। এবং আমার প্রত্যাশা সামনের বছরগুলোতে আমরা আরও ভাল ক্রিকেট খেলব। দেশ হিসেবে অনেক কিছুই অর্জন করার বাকি আছে। সবে শুরু, ইনশাল্লাহ আমরা আরও ভাল ক্রিকেট খেলে দেশকে আরও ওপরে নিয়ে যাব।’ আপাতত আগস্ট পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট নয়, মাহমুদুল্লাহদের ঘরোয়া লীগ নিয়েই ভাবতে হচ্ছে। আর ভাবতে হচ্ছে নিজ দলকে কিভাবে সাফল্য এনে দেয়া যায়।
×