ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্বাধীনতা কাপ ফুটবল ॥ শেখ রাসেল ২-১ রহমগঞ্জ

শেখ রাসেলের টানা তৃতীয় জয়

প্রকাশিত: ০৬:৫৮, ১২ এপ্রিল ২০১৬

শেখ রাসেলের টানা তৃতীয় জয়

স্পোর্টস রিপোর্টার ॥ গ্রুপটা ‘দুই’ নম্বর। তবে দলটা কিন্তু এক নম্বর। সোমবার ম্যাচে জিতেছে তারাই ফেবারিট হিসেবে। বলা হচ্ছে শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের কথা। ‘কেএফসি স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট’-এ ২০১২ আসরের শিরোপাধারীরা হারিয়েছে রহমতগঞ্জকে। খেলার স্কোরলাইন ছিল ২-১। এটা রাসেলের টানা তৃতীয় জয়। পয়েন্ট ৯। ফলে তাদের সেমিতে খেলার সম্ভাবনা আরও উজ্জ্বল হলো। আগের দুই ম্যাচে তারা হারায় ২-১ গোলে আরামবাগ ক্রীড়া সংঘ এবং ৩-২ গোলে টিম বিজেএমসিকে। পক্ষান্তরে সমান ম্যাচে এটা দ্বিতীয় হার পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জের। বিজেএমসির কাছে হারে ১-০ গোলে। হারায় ফেনী সকারকে ৩-২ গোলে। তাদের পয়েন্ট ৩। ৫ মিনিটেই গোল করে এগিয়ে যায় রাসেল। অধিনায়ক-লেফটব্যাক আতিকুর রহমান মিশু প্রতিপক্ষের ডি-বক্সে যে উঁচু ক্রস ফেলেন, তা থেকে চমৎকার হেডে গোল করে যথারীতি দর্শনীয় ডিগবাজি খান ইথিওপিয়ান ফরোয়ার্ড ফিকরু তেফেরা (১-০)। টুর্নামেন্টে এটা পঞ্চম গোল ভারতের আইএসএল মাতানো ফিকরুর, যা এখন পর্যন্ত সর্বাধিক। ১৫ মিনিটে রাসেলের ফরোয়ার্ড জাহিদ হাসান এমিলির কাছ থেকে বল পেয়ে প্লেসিং শটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন রাসেলের ক্যামেরুনের ফরোয়ার্ড পল এমিল (২-০)। টুর্নামেন্টে এটা পলের ব্যক্তিগত দ্বিতীয় গোল। ৭৩ মিনিটে বক্সের ভেতরে একটি ক্রস থেকে গোল করেন ফিকরু। কিন্তু অফসাইডের কারণে গোলচি বাতিলকরা হয়। ফলে বৃথা যায় ফিকরুর গোল উদযাপন! ৮৫ মিনিটে বদলি ফরোয়ার্ড রাশেদ তুর্য্য বক্সের ভেতরে সতীর্থ মিডফিল্ডার মোঃ সোহেলের কাছ থেকে বল পেয়ে দর্শনীয়ভাবে প্লেসিং শটে গোল করে ব্যবধান কমান (১-২)। ইনজুরি সময় রাসেলের বদলি মিডফিল্ডার সবুজ বিশ্বাসের বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শট কোনমতে ঝাঁপিয়ে পড়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন গোলরক্ষক-অধিনায়ক আল আমিন। শেষ পর্যন্ত রেফারি ভারত চন্দ্র গৌড় খেলা শেষের বাঁশি বাজালে ড্র না করতে পারার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়ে রহমতগঞ্জ দল।
×