ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আমদানি করা ১৫ রেল কোচ পাহাড়তলী কারখানায়

প্রকাশিত: ০৪:৩৮, ১২ এপ্রিল ২০১৬

আমদানি করা ১৫ রেল কোচ পাহাড়তলী  কারখানায়

মাকসুদ আহমদ, চট্টগ্রাম অফিস ॥ ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত লাল-সবুজ রঙের ১৫টি রেল কোচ রাখা হয়েছে পাহাড়তলীর ক্যারেজশপের গ্রাউন্ডে। রবিবার ভোর সাড়ে ৬টার দিকে এসব কোচ সিজিপিওয়াই থেকে ফৌজদারহাট হয়ে পাহাড়তলীর কারখানায় আনা হয়েছে। বিকেলে পূর্বাঞ্চলীয় মহাব্যবস্থাপক ও এসব কোচ আমদানি প্রকল্পের পরিচালকসহ উর্ধতন কর্মকর্তারা কোচগুলো পরিদর্শন করেছেন। আজ মঙ্গলবার ইন্দোনেশিয়ার ইনকা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ১০ সদস্যের একটি টিম চট্টগ্রামের পাহাড়তলীর কারখানায় পৌঁছার কথা রয়েছে। পাহাড়তলীর কারখানায় এ টিমটি ওই কারখানার মেকানিক্যাল বিভাগের আওতায় থাকা কর্মকর্তাদের এসব কোচ পরিচালনা বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনাসহ পরামর্শ দেবেন। আগামী বিশ দিনের মধ্যে এসব কোচের কমিশনিং শেষে ট্রায়াল শুরু হবে। যাত্রীবাহী কোচের ন্যায় ধারণক্ষমতা পরীক্ষার জন্য প্রতিটি কোচে ৬০ সিটের আওতায় সর্বোচ্চ ওভারলোডিং হিসেবে ১২০ বস্তা বালি বহনের সিদ্ধান্ত রয়েছে। আগামী মাসের মাঝামাঝি সময়ে আরও ২২টি কোচ এসে পৌঁছবে চট্টগ্রাম বন্দরে। এর আগে রেল মন্ত্রণালয়, ঢাকার রেল ভবন, পূর্বাঞ্চলীয় ও সৈয়দপুর কারখানা থেকে ৯ সদস্যের মেকানিক্যাল বিভাগের কর্মকর্তারা ইন্দোনেশিয়া সফর করেন। গত ৮ মার্চ ১২ সদস্যের আরেকটি টিম চট্টগ্রাম ও সৈয়দপুর থেকে ইন্দোনেশিয়ার ওই প্রতিষ্ঠানে পরিদর্শনে গেছেন। আগামী ২০ মার্চ এ টিমটি চট্টগ্রামে ফিরে আসবে বলে পাহাড়তলীর কারখানা সূত্রে জানানো হয়েছে। কোচ আমদানি সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকের দফতর সূত্রে জানা গেছে, প্রায় পৌনে ৪শ’ কোটি টাকা ব্যয়ে মিটারগেজ লাইনের জন্য ১শ’টি ও ব্রডগেজ লাইনের জন্য ৫০টি কোচ আগামী কয়েকমাসের মধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছবে। চট্টগ্রাম বন্দর থেকে মিটারগেজের কোচগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য পাহাড়তলী রেলওয়ে কারখানায় ক্রমান্বয়ে আনা হবে। পাহাড়তলীর কারখানা সূত্রে জানা গেছে, চলতি বছরের ১০ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত তৎকালীন চীফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (ডেভেলপমেন্ট) ও প্রজেক্ট ডিরেক্টর মোঃ শামসুজ্জামান, পূর্বাঞ্চলীয় সিএমই হারুন অর রশীদ, পাহাড়তলী কারখানার তত্বাবধায়ক প্রকৌশলী মিজানুর রহমানসহ ৯ সদস্যের একটি টিম ইন্দোনেশিয়ার পিটি ইনকা নামক কোচ প্রস্তুত কারখানা পরিদর্শন ও আমদানিযোগ্য কোচ সম্পর্কে প্রকৌশলীদের সঙ্গে আলাপ আলোচনা করেছেন। গত ৮ মার্চ থেকে আগামী ২০ এপ্রিল পর্যন্ত ১২ সদস্যের একটি টিম ইন্দোনেশিয়ার পিআর ইনকা নামক প্রতিষ্ঠানে এসব কোচের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে অবস্থান করছেন।
×